সামহোয়্যার এ যেহেতু ব্লগিং করি তাই সামুকে নিয়ে সমালোচনা করতেই পারি।সামুর কিছু নিয়মকানন ও অনান্য কিছু বিষয় আছে যা ভন্ডামি বা সামু কৃর্তপক্ষর দ্বিমুখী আচারন বলে আমার মনে হয়।
এই নিয়ে ধারাবাহিকভাবে চলবে প্রতিবাদ।আজকে প্রথমেই কিছু নীতিমালা নিয়ে কথা বলতে চাই। দেখাতে চাই সামুর ভন্ডামীগুলো।
লক্ষ্য করুন-
২চ. কোন এক শ্রেণীর অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট আমরা প্রথম পাতায় থেকে সরিয়ে দিতে পারি ।
এটা হচ্ছে সামুর নীতিমালা।এখন কথা হল প্রতিনিয়ত নাস্তিকরা নানাভাবে ধর্মের উপর আক্রমন করে যাচ্ছে যা মুসলমানদের অনুভুতিতে আঘাত হেনে চলছে তাই এখন এই নীতিমালার কতটুকু দরকার আছে?
সামুর অবশ্যই উচিৎ নাস্তিকদের পোস্ট যা উষ্কানীমূলক তা মুছে দেওয়া অথবা এই নীতিমালায় কিছুটা পরিবর্তন আনা। আমি সামুর জন্য একটি নীতিমালা তৈরী করে দিলাম। এটা এরা আপডেট করে নিতে পারে।
২চ.শুধুমাত্র মুসলমানদের অনুভুতিতে আঘাত করা ছাড়া অন্য যেকোন শ্রেণীর অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট আমরা প্রথম পাতায় থেকে সরিয়ে দিতে পারি ।
আরেকটি নীতিমালা দেখেন-
৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
ধর্ম বিষয়ক সত্য আবার কি? ধর্মটাকেই যেখানে অস্বীকার করা হচ্ছে,প্রতিনিয়ত ধার্মিকদের গালিগালাজ করা হচ্ছে,ধর্মের বিরুদ্ধে প্রচারনা চালানো হচ্ছে সেখানে এই নীতিমালা কি জন্য?
ব্লগ এডমিনের উচিৎ হয় নাস্তিকদের ধর্ম নিয়ে পোস্ট দেওয়া বন্ধ করে দেওয়া অথবা এই নীতিমালায় সংশোধন আনা। আমি তাদের জন্য কিছুটা পরিবর্তন করে দিলাম চাইলে তারা এটাও আপডেট করে নিতে পারে।
৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২৮