বনের পাখির কথাঃ
তীব্র খরা, বিপন্ন শীতের কাল,
ফুলে ভরা বসন্ত, ঝিকিমিকি স্বপ্নজাল।
ঐখানে, তোমার ঐ দু’চোখে আমি সব দেখতে পাই।
তুমি যখন পাশে থাক, তোমার প্রতিটি চাহনি! সে তো অন্তত আখ্যান। আমি পড়তে বসে যাই।
এক সমুদ্র ঢেউ এর উল্লাস বুকে চেপে, আমি হয়ে যাই শান্ত দীঘি।
সেই আখ্যান পড়ব বলে, হৃদয় মাঝে পুষব বলে,
আমি মৌন পাহাড়ের কাছ থেকে বর্ণমালা শিখেছি।
সহস্র প্রদীপ জ্বেলে হয়ত পূর্বজনম থেকে অপেক্ষা করেছি,
তোমার চোখে চোখ রাখব বলে,
অন্তত কাল বুকের আঙিনায় চাষ করেছি শত শিহরণের ফুল।
তুমি যখন পাশে থাক, পৃথিবীতে আর কৃষ্ণপক্ষ বলে কিছু থাকে না। আমার পৃথিবী তখন স্নিগ্ধ, স্বপ্নময়, অবুঝ জ্যোৎস্নার কোলাহলে মুখরিত।
ঐ দুটি চোখ আমাকে অবিরাম অবিরাম ভাঙ্গে-গড়ে, স্বপ্নে -সংশয়ে।
এখানে রাতের হাসনা হেনা, দিনের মাধবীলতা, ঝরা হলুদ পাতা, দুরন্ত কাঠবিড়ালি, গায়ের পথ, নিঝুম বন, এই আমি, সবাই তোমার অপেক্ষা করি।
আমার বিষন্ন, কষ্ট ঝরানো দিন।
আমার সুখের রোদ ঝলমল দিন।
সব দিনে তোমাকে পাশে পেতে চাই!
যদি কোন হতচ্ছাড়া রাত্রিরে তোমার ঘুম ভেঙে যায়, বিরহের ক্ষতে ব্যাথা করে ওঠে। তোমার বটবৃক্ষের মত বুক, আমাকে ছায়া দিতে চায়। তবে তোমার দেওয়ালে, আমার আঁকা আকাশের ছবিতে দৃষ্টি রেখ।
খাঁচার পাখির কথাঃ
হয়ত প্রাগৈতিহাসিক যুগ থেকেই আমার বুকের নিভৃত পাথরটিতে খোদাই করা তোমার পদচিহ্ন।
অন্তর্গত অরণ্যে আমি নিরন্তর শুনে যাই তোমার পায়ের আওয়াজ।
তুমি আমার মহুয়ার মদ, তীব্র নেশা, অভেদ্য পিছুটান!
তোমার মায়াতে আমি মাতাল! চিরকাল। খাঁচা ছেড়ে পালিয়েছি, পালাচ্ছি, পালাব।
এই যে এখানে, মন গুলোর কঙ্কালে ধুলো জমে থাকে, হৃদয় ছাপিয়ে কোন বর্ষা নামে না।
দ্বন্দ্ব, সংশয়, সন্দেহের কালো মর্গে পড়ে থাকে সুখ, জীবনের নূপুরে কোন গান বাজে না।
এই সমাজের ঝোপে ঝোপে ফুটে থাকে বিষফুল।
মানুষগুলো যাপন করে হেমলক জীবন।
এখানকার পৃথিবী আলো ঝলমলে, কিন্তু
রাস্তায় দাড়ালে
সারি সারি আঁধার ভরা বুক
পাশ কেটে চলে যায়, আলোর মুখোশ পরে।
বিত্তের জোয়ারে ভেসে যায় সংসারের দুকূল।
তবু গভীর রাতে ভবনগুলো দুলে ওঠে দীর্ঘশ্বাসের ভারে।
সবুজ, সরল ইচ্ছেরা গুমরে কাঁদে শীতল আঁধারে।
এখানকার আকাশে কাক, শকুনের নিত্য ওড়াওড়ি,
এই আকাশে মেঘের স্লেটে দুখের হাতেখড়ি।
আকাশযান এর কালো ধোয়ায়,
এই আকাশ দুঃখ বিলায়,
শীতের পাখি এই আকাশে দেয় না কভু পাড়ি,
এই আকাশে কাক শকুনের নিত্য ওড়াওড়ি।
হ্যাঁ বনের পাখি।
হতাশার বাজে পুড়ে আমার চোখ দুটো যখন লাল হয়, আমি তোমার আঁকা আকাশের ছবিটাতে দৃষ্টি রাখি।
ছবি সূত্র
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫০