দুচোখে যখন আমার ভীষণ মরুময়তা, শুষ্ক সাহারা;
তখন তুমি এলে।
একাকিত্বের কাচে ঘেরা তুলাযন্ত্রের কাঁটাতে জীবনের ভর যখন শূণ্য,
তখন তুমি এলে।
দীর্ঘ জড়তার শীত শেষে এক বসন্ত রাতে
তুমি এলে।
স্বপ্নিল জোছনা এসে ভর করল আমার সাজানো বাগানে,আমার দু'চোখে!
হাত বাড়িয়ে একটা গোলাপ দিলে!
মূহুর্তেই আমার দৃষ্টি স্থির হল,
বয়ে গেল উত্তর মেরুর শীতলতা,
পরক্ষণেই ওটা ছুড়ে দিলাম অদৃশ্যে!
জানতে না বুঝি চাঁদের আলোয় লাল গোলাপ,কালো দেখায়?
আর তা শত্রুতার প্রতীক?
উদভ্রান্তের মত আমি ছুটলাম হাসনাহেনার কাছে,
প্রার্থনার ভঙ্গিতে হাত পাতলাম,
শ্বেত শুভ্রতায় হাত ধোবো বলে!
তুমি কেন আমায় ফেরালে না?
একবারও বললে না, ও লালগোলাপ,এ বর্ণবিভ্রম?
ধূসর আমাকে দেখলে, অথচ বিষ প্রবাহ বুঝলে না!
বুকে হাত রেখে বলনা!!
হাসনাহেনার ঝোপে সাপ থাকে তুমি জানতে?
নাকি জানতে না?
বছরান্তে আমার সমাধিতে ফুল দিতে যখন তোমার হাত কাঁপে
হাসি আমি, ভীষণ হাসি!
তুমি বুঝতে পার? নাকি পার না?
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮