ক্যাপশনঃ
এ জীবন, মন সবই সপেছি দুস্থের সেবায়!
প্রাণ আমার, আছে যতদিন দিয়ে যাব অসহায়কে সহায়!
কমেন্টঃ
আমিঃএকটি স্থির চিত্র।
দুটি প্রাণী ।
একজনের চোখে সাহায্যের আকুতি, অন্য জনের গর্বের ফুর্তি!
বিবর্ণ বস্ত্রহীনকে বস্ত্রপ্রদান সেলফিটা বেশ বর্ণিল!
প্রসংশা বাণী খুঁজতে আমি দিশেহারা ।
শুধু বলি মারহাবা মারহাবা!!
মানবতাঃ বেশ বেশ! তোমার মত কমেন্টার,
ফলোয়ার, বড় দরকার!!
আমিঃ রিপ্লাইয়ে আমি ধন্য,
বলুন, কি করতে পারি আপনার জন্য?
মানবতাঃ বড় আশ্চর্যবোধ করছি!
এখনো শেয়ার দাওনি দেখছি!!
আমিঃ আহা! ভেবে হই আকুল! কেমনে করলাম এমন ভুল,
এখনই দিচ্ছি!
মানবতাঃ ঠিক আছে! ঠিক আছে!
আমিঃ তা মহাশয় বিলিয়েছেন সেদিন কত?
মানবতাঃ দশ পিস। টাইম আমার অতি ভ্যালুয়াব্যল, জানোইত!
আমিঃ ও ও তাতো বটে!
তবে ট্রাক যে ছিল একটা আপনার সাথে?
মানবতাঃ হা হা! ওটা ছিল আমার চ্যালাব্যালা আর সঙ্গি সাথী ভর্তি,
বস্ত্র ধরেছে স্বল্প সংখ্যায় অতি!
আমিঃ জি হ্যাঁ! নেই তাতে কোন ক্ষতি।
জেনেছেতো দেশ, দেখেছে বিশ্ববাসী,দুস্থের প্রতি আপনার বিরল সহানুভূতি।
সবই সেলফির কুদরতি!
সেলফিনীতির জয় হোক
সেলফিতে ভক্তি, সেলফিতেই মুক্তি,
অশেষ শ্রদ্ধা আপনার প্রতি!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১২