নিস্তরঙ্গ সুখী কিছু দিন যাপন শেষে একদিন
অসহায় আত্নসমার্পন করলাম বিষাক্ত সূর্যাস্তের কাছে,
জুতোর তলায় ধূলোর সাথে লেগে থাকতে দেখি
কোন ব্যথিতের ব্যাথা!
আমার বলা মিথ্যে কথারা বিচারের দাবীতে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে যায়,
অনুতাপের সাবানে গোসল করিনি কোনদিন,
গায়ে পাপের পুরু আস্তরণে চুলকিয়ে ওঠে পরনিন্দার দাদ!
আমার সাধের বীমা পলিসি আনন্দে নৃত্য করতে থাকে,
ফুলে ফেঁপে স্বাস্থ্যবান হবার অপেক্ষায়!
ঘটে যাওয়া যেসব অন্যয়ের বায়োস্কোপে নীরব দর্শকের চোখ রাখতাম,
তারা একরাশ প্রশ্ন ছুড়ে দিল,
বলে গেল, একটা বিপ্লবী মুহুর্ত কাটাতে কি পারতে না?
জবাবে, সৎকাজের হীরে গুলো ঝোলা থেকে বের করতে গিয়ে দেখি,
কোন এক অজানা ছিদ্রপথে সব হারিয়েছি!
ছিদ্রযুক্ত শূণ্য ঝোলা নিয়ে যখন আমি উদভ্রান্ত,
আমার বিলাসী প্রাসাদ অট্টহাসি দিয়ে বলে গেল বিদায়,
নিঃস্ব আমি পা বাড়ালাম শীউলি তলার মাটির ঘরে!
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩১