আমার ভিতরের পোকারা মাঝে মাঝে গুনগুন করে, আবার কখনো বনবন করে! কখনো ঝি ঝি আবার কখনো হি হি! প্যান প্যানও করে কখনো সখনো! সেই সব শব্দগুলোকে শিরোনাম দিয়ে ভাষায় প্রকাশ করেছি।
(১)অথর্ব
প্রেম ছিল কিন্তু ভালবাসিনি,
সুযোগ ছিল কিন্তু ঘৃণা করিনি,
অশ্রু ছিল তবু কাঁদিনি
ভাষা ছিল কিন্তু কথা বলিনি,
আবেগ ছিল তবু আকাঙ্ক্ষা করিনি,
শুধু যুক্তি ছিল না, তাই ভেঙ্গেও পড়িনি।
(২)বাস্তবতা
এই জীবনে দেখতে হল, কত শত বাস্তবতা!
মায়ের কোলে শিশু কাঁদে, তীব্র শীতেও নেই কাঁথা!
এসির ভিতর নগ্ন পিঠের মেম হাসে, তাকে বলে আধুনিকতা!
(৩) রাণী মা এর দেশ
রাণী মা এর বিরুদ্ধে গেলে,
ডান হাতে ভাত খাওয়ার অপরাধেও মামলা দু,তিনটা মেলে!
কথা যদি বল, হেসে খেলে,
মরবা পচে জেলে!
(৪) ভালবাসা
ভুল উত্তরেও পুরো নম্বর দিয়েছি,
“ভালোবাসো?” এর উত্তরে যেদিন বলেছিলে
“চোখের সীমানায় আজীবন তোমাকে খুঁজি"
(৫) জীবন্মৃত
যদি ডাক্তার আমাকে মৃত ঘোষণা করে,
তবে জেনো এক কোটিবার মৃত্যু আসার পরে
অবেশেষে সে স্বকৃতি পেল।
(৬) আপনি মানুষ নাকি রোবট?
ঐ ইট, কাঠ পাথরের ভবনগুলোতে মানুষ থাকার কথা,
কিন্তু রোবটেরা বসত করে,
মিথ্যে কথার মঞ্চে, মানুষ মানুষ অভিনয় করে!
(৭) বিবেক
নিজের ত্রুটি যায়না ধরা সহজে
তাইত আরশি দেখি মাঝে মাঝে।
(৮) কলঙ্ক কাকে বলে?
যুবতী গিয়েছিল একদিন কলঙ্কের কাছে,
যেদিন সমাজ বলেছিল, পুরুষ তোমাকে না,
তোমার সতীত্বকে চায়।
(৯) পৃথিবীর তীব্রতম মাদক
বেচে থাকার নেশা,
এক জটিল নেশা,
তাইতো জীবনের পেয়ালায়, স্বপ্ন পান করি চুমুকে চুমুকে!
(১০) পাগল
ছেলেটা একদিন খুব কেঁদেছিল, কিন্তু পৃথিবী দেখেনি,
তারপর থেকে হেসেই চলেছে আজো থামেনি।
খুব ইচ্ছে জাগে ওর গলা ফাটিয়ে কাঁদতে,
অশ্রু নেই যে আর, তাই পারে শুধু হাসতে!
(১১) সুন্দরবনের ক্ষোভ
সুন্দরবন হেটে চলে এসেছিল নগরে
বলেছিল, “ডিজিটাল বাংলাদেশের সাথে সেলফি নেব,
ফেসবুকে ঝুলাবো না, পশুরের জলে ভাসিয়ে দেব!”
(১২)রাতজাগা প্রহরের শাস্তি
কাল থেকে রাতজাগা প্রহরগুলো আর মৃত্যু যন্ত্রণা দিতে পারবে না
দুইপাতা ঘুমের ঔষধের কার্যকারিতা শুরু হয়েছে।
(১৩) পাপের বোঝা
দিন যায়, আমার বোঝা যায় বাড়ে,
সেই বোঝা কাধে নিয়ে
চরি আমি ভব নদীর পাড়ে!
( ১৪) স্বপ্নভঙ্গ
আশার প্রদীপ জ্বেলে তোমার কাছে গেলাম,
এক ফুঁ তে নিভিয়ে দিলে!
বৈরাগী হয়ে যখন পথে নামলাম,
একতারাটাও ভেঙ্গে দিলে!
(১৫) আত্নার মুক্তি
এ নগরীর ভাজে ভাজে স্বার্থপরতার ঝনঝনানি,
শাসকের চোখ রাঙ্গানি, আর সইতে পারেনি,
আমার আত্না গিয়েছিল গহীন অরণ্যে! ফিরে আসেনি,
নগরীর কালো ধোয়ায় সে বেচে থাকতে চায়নি।
(১৬) একাকিত্ব
একে দুঃখবিলাস বলে?নাকি স্বেচ্ছা বনবাস?
জানি না!
আমার পৃথিবীতে শুধু আমিই থাকি
আর কাউকে নেয় না!
বিঃ দ্রঃ শিরোনামটি ধার করা।
এই অখাদ্য পোষ্টখানার ড্রাফটে বসবাসের বয়স বাড়লে এ আর আলোর মুখ দেখত না। ডিলিট বাটন চেপে আমিই......
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৪