শান্ত পদ্মদীঘীটা আর ভাল লাগেনা,আমি সাইক্লোন ভালবাসি!
কারণ, কল্পণায় নয় এখন বাস্তবতায় ভাসি।
নীল আকশে আগ্রহ নেই আমার,কারখানার কালো ধোয়ায় নজর রাখি;
কারণ, শুধু নিয়তিতে নয়, এখন কর্মেও বিশ্বাস রাখি।
ফুলে আমার বড্ড অরুচি, একটা উলকা চাই হাতে!
আর অদক্ষ নেই যে, সক্ষম লালাযুক্ত জিহ্বাগুলো পুড়িয়ে দিতে।
বাসন্তী হাওয়া অসহ্য লাগে আমার,গ্রীষ্মের খর রোদ গায়ে মাখি;
অবিচারের দূর্গ ভাঙতে,যুদ্ধেরও স্বাদ চাখি।
নকশী কাথার মাঠে এখন আর হাত চলে না;কাগজ,কলম,তরবারি হাতে রাখি!
আঘাত হজম করা নয়, প্রতিঘাতেরও শক্তি রাখি।
আমার পূর্বসূরি যারা, নিরুপায়ে দিয়ে গেছে প্রাণ সপে;
এখন প্রাণের বদলে প্রাণ নেব সব গুণে, মেপে।
আমি (সুদূর?) ভবিষ্যতের বাঙালী নারী;
এসিড,কাচি,শিন্ন,চাপাতি, এক লাথিতেই গুড়িয়ে দিতে পারি!!
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৪