হ্যাঁ। মেঠো পথটার পানে এখনো নয়ন মেলে রাখি,
না না! তোমার প্রতিক্ষায় নয়।
ধূলো দেখি।
অস্থির বেণী দুটো এখন আর রঙিন ফিতায় কেন সাজাই না ?
হা হা হাসালে!
তোমার বিরহে নয়। এলোকেশী সাজ নিয়েছি আপাতত।
সেই নোলকটার কথা বলছ? ও তুলে রেখেছি গয়নার বাক্সে,
লাগছিল ভীষণ, নাকে এটে ছিল খুব কষে।
সোনালি পায়েল টা কোথায় রেখেছি?
হেটেছিলাম সেদিন সবুজ আইলে অনেকটা দূর,
তখন বোধহয় হারিয়ে ফেলেছি।
কাচের চুড়ি? তার কথা শুনবে আবার! ওদের রুনুঝুনু শব্দ অসহ্য লাগছিল ভীষণ। পুকুরপাড়ের জাম গাছটার গায়ে হাত দুটো নিয়ে সজোরে দিয়েছি দু'ঘা। ঝুপঝুপিয়ে সবগুলো পড়ে গেছে জলে।
কাজল পরি না কেন?
চোখের কঠিন এক ব্যামো হয়েছে জানো।
শুধু জল পড়ে। ধুয়ে যদি যায় তবে কাজল পরে কি হবে বল?
-------------------
মন মন্দিরে তুমিই ছিলে দেবতার আসনে, কিন্তু মগ্ন হইনি কভু পূজায়।
আরাধনায় নয়। মূহুর্তগুলো ঝরে গেছে, আরাধনা করা যায় কিনা সেই দ্বিধায়।
------------
এ কি ! হাত জোড় তুমি কেন কর?
ঐ যে দরজা! এখন তুমি যেতে পার।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৮