১)মানুষের অনেক সুপ্ত বাসনার একটা হল, "ইশশ!!! আবার যদি শৈশব টা ফিরে পেতাম।"এম্বিগ্রামিষ্ট জুলিয়ান
২)একটা দরজা ভেতর থেকে বন্ধ থাকার যে অর্থ, বাইরে থেকে বন্ধ থাকার অর্থ এক নয়।
নান্দনিক নন্দিনী!!
৩)পৃথিবীর সবচেয়ে কঠিনতম ডায়লগ কি জানেন ? 'তুমি ফুলের গন্ধ নিলে আমি ভাতের গন্ধ পাবো !'আবদুর রব শরীফ
৪)জীবন মানে মরে যাওয়ার পরও নামটাকে টিকিয়ে রাখা । মানুষের জন্য কিছু করে যাওয়া।শতদ্রু নীল
৫)মিথ্যের আনন্দ বড়ই দীর্ঘস্থায়ী হাহাকারের! নেয়ামুল নাহিদ
৬)মানুষের জীবন কখনো একইভাবে চলতে থাকে না। জীবনে চলার পথে অনেকগুলো বাঁক রয়েছে। প্রত্যেক বাকে রয়েছে সম্পুর্ন নতুন নতুন চমক। এই বাক গুলোতে পৌছে একটি মানুষ এক রকম মরে গিয়ে সম্পুর্ন নতুন রুপে জন্মগ্রহন করে।ইনজিনিয়ার নাঈমুল হক
৭)দশের উপকার করলে দেশের উপকার হয় আর দেশের উপকার হলে নিজের উপকার হয়। MuntasirTheSailor
৮) যে পৃথিবী অসহায় অবুঝের ক্রন্দন বুঝে না, সে পৃথিবী অশান্তই থাকবে ! গাজী ইলিয়াস
৯) আমরা আসলে জিততে চাই না। আমরা চাই অন্যকে হারিয়ে দিতে। যান্ত্রিক পাগল
১০) জীবন একটা চক্রের মত। সুস্থ চক্র চাইলে আপনাকে শারীরিক, সামাজিক আর মানসিক- সকল সুস্থতার দিকেই সমান মনযোগ দিতে হবে।হালিমা সাদিয়া
১১) জীবনের সেরা সময় আসলে পুরো জীবনটাই। আসিফ বিন হোসেন
১২) A melancholic mind finds its own reflection in nature. খায়রুল আহসান
১৩)বেঁচে থাকা আসলেই দারুণ ব্যাপার। সুলতানা শিরীন সাজি
---------------
ভেবেছিলাম অনেকগুলো বাণী একজায়গায় করে পোষ্ট দেব। হল না! পোষ্টটা অনেকদিন থেকে ড্রাফটে ঝুলছে। কেন জানি না আর হল না! সবচেয়ে বদ স্বভাব আমার, কোন কাজ মহা আড়ম্বড়ে শুরু করা, তারপর ভুলে যাওয়া!
যায় হোক, এই পোষ্টটা আমি নিজের জন্যই আপডেট করতে থাকব কখনো কখনো, যতদিন সামুতে থাকব । ইনশাল্লাহ।
আর কারো যদি কোন ব্লগারের কথা ভাল লেগে থাকে। লিংক সহ দিয়ে যেতে পারেন।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৯