রাজনীতি নিয়ে কখনোই আমার কোন মাথা ব্যাথা ছিলো না। রাজনীতি নিয়ে যে কখনো লিখতে হবে তাও ভাবিনি। ছোটবেলা থেকেই বাবা-মা কে রাজনীতি তে ইনভল্ভ থাকতে দেখেছি। কিন্তু তারা আমাদের অন্ধ করে গড়ে তোলেননি কখনো। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শিখিয়েছেন।তাদের সমর্থন করা দল কখনো ভুল সিদ্ধান্ত নিলে জোর গলায় সেটাকে "ভুল" বলতে পেরেছেন।
আব্বু প্রায়ই বলেন- বাংলাদেশের রাজনীতি আর রাজনীতি নাই, এর মাঝে পলিটিক্স ঢুকে গেছে। মানুষ মানুষের জন্যে রাজনীতি করে না। নিজের আখের গোছাতে পলিটিক্স করে ।
এ দেশটারই কপাল খারাপ। আচ্ছা, দেশের কি কপাল থাকে? তা হয়তো নেই। কিন্তু জল, বাতাস তো আছে।এ দেশের জল, বাতাসই তাহলে খারাপ। নাহলে এত্তো এত্তো হারামজাদা/দি পয়দা হয় কোত্থেকে? যেই ক্ষমতায় যায় তারই বাড় বেড়ে যায়।সেই বেইমানি করে এই দেশের সাথে।নিজের স্বার্থের জন্যে নিজের মা'কেই বেঁচে দিতে পারে। দেশটা কি মা না? ।
আর আমরা আমজনতা? আমরা সবচেয়ে বেশি খারাপ। আমরা তো আম্লিগ,বিম্পি ছাড়া কাউকে চিনি না। ছেলে শাসন না করলে যেমন বেয়াড়া হয়ে যায় তেমনি এসব হারামজাদা/দি দের কষে কষে চড় না মারলে এরা ঠিক হয় না।
ছোট বেলা থেকেই রাজাকার বলতে যেই লোকটার বিকৃত চেহারাটা বই-পুস্তক আর পেপার পত্রিকায় দেখেছে আজ তাকে ৯০ বছরের 'মীরাক্কেলিয়' সাজা দিয়ে আইন বিভাগ আমাদের ধন্য করেছেন
রোজার দিনে হরতাল ডেকে ইসলামি দল জামায়াতে ইসলাম তার ইসলামি দ্বায়িত্ব পালন করেছে আর গোলাম আজম এর ফাসি কেনো হল না এই প্রশ্নটা বিচার বিভাগ নিয়ন্ত্রনকারী সরকারকেই করব এইবার। কেনো আমাদের শাহবাগে ছুটে জেতে হয় আপনাদের পায়ের তলার মাটি সরে গেলেই।
------------------------------------------------------
এতো এতো মতভেদের মধ্যে একটা সুসংবাদ আছে
স্বাধীনতার এতদিন পরে সবাই একমত হল একটা হরতাল নিয়ে
আজ হরতাল দিয়েছে
গণজাগরণ মঞ্চ
ছাত্র মৈত্রী,
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,
জাসদ ছাত্রলীগ,
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,
বিপ্লবী ছাত্র মৈত্রী,
বাংলাদেশ ছাত্র আন্দোলন,
বাংলাদেশ ছাত্র সংহতি,
বিপ্লবী ছাত্র সংহতি
বাংলাদেশ ছাত্র ঐক্য ফোরাম,
ও
জামায়াত!
দাবী একটায় বিচার মানিনা !!! LOL !!!
আমজনতা পুরাই চিপায়। তাদের শুধু লোল ঝরানো ছাড়া কোন কাজই নেই
--------------------------------------------------------
আশা করছি এটাই আমার প্রথম ও শেষ রাজনীতি সম্পর্কিত পোস্ট। আল্লাহ সবার মঙ্গল করুন। সবার শুভ বুদ্ধি উদয় হোক। জালেমকে উপযুক্ত শাস্তি দিন। আমিন