সুশীলদের পরিচয়
মাস্টার অপসারণ ইস্যুতে ইদানিং বেশ সুশীলদের আনাগোনা বেড়ে গেছে। কেও বলছে এ জাতি ধ্বংশ হবে, কেও বলছে এর ভবিষ্যত অন্ধকার, কেও বলছে তাদের পারিবারিক শিক্ষা নাই, কেও বলছে এমন স্বাধীনতা'ই চেয়েছিলাম! হাজারও কথার বুলিতে জরজড়িত। অথচ এসব সুশীলদের খুঁজে পাওয়া যায় নাই যখন শিক্ষক দিনের পর দিন ক্লাসে অনুপস্থিত, দলীয়... বাকিটুকু পড়ুন