অতীতের স্মৃতিকাতরতা রসাত্মক ছলে
ব্যাঙ্গ করে আপন আধারে-
হাস্যকর দৃশ্যপটে হারিয়ে যাই বলে
বিরক্তির আস্ফালনে মাতে একনাগাড়ে ।
বিতৃষ্ণার ঘন চাওনি মেঘলা আকাশ
ঝড়ের তীব্র বাসনার জড়োঝাপটা-
ক্ষয়ে পড়া মেরুদণ্ডের আসেপাশে
ক্ষীণ শব্দের আশংকায় কেঁপে উঠে বুকটা ।
শূন্যতার গহিন আঁধার থেকে ডুকরে কাঁদে
পিপাসায় ছটফটিয়ে শ্যামল কোমল মন-
কল্পনার বিলাসিতা মাড়িয়ে গরতে বাধি
বুক; ভেঙ্গে ফেলি স্বাদের রসিক দর্পণ ।।