কি আছে তোমাতে! এত হাহাকার করি-
ভালবাসার যোগ-বিয়োগ-ভাগ-পূরনে
কেন থাকো নিশ্চুপ পাহাদার
তুমি কতটা সত্য তোমার অভিপ্রায়ে-
তুমি কতটা নির্মল তোমার অভিলাষে
তুমি কতটা চঞ্চল পথ চেয়ে আমার
আমার জানতে ইচ্ছা করে।
জানি; আমার মাঝে বিবর্ণ বেলা গুলো
রঙ্গিন স্বপ্ন বয়ে সাধ্য-সাধনায়
জড়িয়ে রেখেছ সেই কবে থেকে,
টের পাই প্রতিটি মুহূর্তে চলার পথে,
এমন কেনো হবে তুমি তো নেই
আমার ভুবন আকাশের সীমানায়-
আমার যেখানে খুব দরকার তোমাকে।
আমার জল-দিঘি শুকিয়ে গেছে
নিবে যাবে শেষ রাতের প্রদীপও
ভোরের আলোর খুব কাছাকাছি মিলনে
যেটুকু বাকি শুধু অপেক্ষা তোমার
আলো হয়ে এসো
আলো নিয়ে এসো
শুভ্র সকালের স্নিগ্ধতা ঢেলে দিও
আমার আঁখি জুড়ে পরম বিশ্রাম ।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫