আমেরিকায় শিশু নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। এ ব্যাপারে রুশ সংসদের নিম্নকক্ষ দুমায় পেশ করা এক প্রতিবেদনে কঠোর ভাষায় মার্কিন সরকারের সমালোচনা করা হয়েছে।
এ প্রতিবেদনে আমেরিকায় শিশুদের ওপর শারিরীক ও যৌন নির্যাতন,মানবাধিকার লঙ্ঘন,পুলিশের নিষ্ঠুর আচরণ ও প্রাইভেসি লঙ্ঘনের অসংখ্য লোমহর্ষক ঘটনা তুলে ধরা হয়। এতে বলা হয়,আমেরিকায় প্রতি বছর হাজার হাজার শিশু যৌন নিপীড়নসহ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। এ জাতীয় ঘটনায় কেবল ২০১০ সালে আমেরিকায় ১,৬০০ শিশু মারা গেছে।
এ প্রতিবেদনে মার্কিন পুলিশ সম্পর্কে ভয়াবহ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে,প্রতি ১০০ পুলিশের মধ্যে অন্তত একজন অভদ্র আচরণ, যৌন নির্যাতন এবং ধর্ষণসহ নানা অপরাধী ততপরতায় জড়িত। এ ছাড়া, বিশ্বের যে সব দেশে সবচেয়ে বেশি মানুষ কারাগারে রয়েছে তার অন্যতম হলো আমেরিকা এবং দেশটিতে ২২ লাখ নাগরিক কারাগারে আছে।
সেইসঙ্গে দেশটির 'বিশেষ' বাহিনীগুলোকে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা পরোয়া না করে ব্যক্তিগত ইমেইলের ওপর নজরদারির যে অসীম ক্ষমতা মার্কিন আইনে দেয়া হয়েছে তারও সমালোচনা করা হয় রুশ পার্লামেন্টের প্রতিবেদনে। এ ধরণের ক্ষমতা দেয়ার জন্য আদালতের কোনো অনুমোদন নেয়া হয়নি উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়,২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে এ ধরণের নজরদারি ৩,০০০ গুণ বেড়েছে।
ইরাক, আফগানিস্তান, পোলান্ড, মরক্কো, থাইল্যান্ড, লিথুয়ানিয়া এবং রোমানিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যে সব গোপন নির্যাতন শিবির ও কারাগার স্থাপন করেছে তারও নিন্দা করা হয়েছে দুমার প্রতিবেদনে।
সূত্র: এখানে