নিউ ইয়র্কে মুসলামানদের টোপে ফেলার চক্রান্তে নিয়োজিত এক বাংলাদেশি তরুণকে নিয়ে চলছে হুলুস্থুল। মাসে এক হাজার ডলারের বিনিময়ে মুসলিম কমিউনিটির বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তি ও টোপে ফেলার কাজে তাকে নিয়োগ করেছিল নিউ ইয়র্ক সিটি পুলিশ। নিজে মুসল্লি সেজে মসজিদে অন্যদের ছবি, ভিডিও ও কথাবার্তা রেকর্ড করাই ছিল তার কাজ। দীর্ঘদিন থেকে এ কাজ করছিল সে। অতি সস্প্রতি এ কারণে অনুতপ্ত বাংলাদেশি এই তরুন পুলিশ বিভাগ কর্তৃক তাকে নিয়োজিত করার সব খবর ফাঁস করে দিয়েছে। বাংলাদেশি এই তরুণের বয়স মাত্র ২১ বছর। তার নাম সামিউর রহমান।
কয়েক বছর আগে গাঁজা সেবনের দায়ে নিউ ইয়র্ক সিটি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল সামিউর। জেলে তার সঙ্গে সাক্ষাত করেন নিউ ইয়র্ক সিটি পুলিশের একজন কর্মকর্তা। এই পর্যায়ে সে মুসলমানদের টোপে ফেলার কাজ করলে তাকে ছেড়ে দেয়ার শর্ত দেওয়া হয়। এতে রাজি হয়ে যায় বাংলাদেশি। এরপর নিউ ইয়র্ক সিটি পুলিশ তাকে নিয়মিত মাসে ১ হাজার ডলার পারিশ্রমিকের বিনিময়ে মুসলমানদের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তি ও তাদের টোপে ফেলার কাজ দেয়। এজন্য সে মুসল্লি সেজে বিভিন্ন মসজিদে, বিশেষ করে স্কুল কলেজগামী মুসলিম শিক্ষার্থীদের পেছনে গোয়েন্দবৃত্তি শুরু করে। ধর্মপ্রাণ সেজে মুসলানদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন ও তাদের টোপে ফেলাই ছিল তার কাজ। দীর্ঘদিন এ কাজ করার পর তার মনে অনুসুচনা আসে। বাংলাদেশি তরুণটি নিজ ধর্মানুসারীদের বিরুদ্ধে এ ধরনের কাজ না করার প্রকাশ্য ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদপত্রে এটি এখন টক অব দ্য পার্সন।
নিউ ইয়র্ক সিটি পুলিশের জন্য বিষয়টি বিব্রতকর হলেও তারা এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
নিউজ ওয়ার্ল্ড এখানে সূত্র
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১২ সকাল ৭:৫৯