হুতোম কয় পেঁচানি
শুনেছ কি শাসানি ?
ইট বোমা পাটকেল,
লাগে কেন হরতালে !
ইস্কুলে ছানা পানা,
হৈ চে খেলা পড়াশোনা,
ওরা হরতাল মানেনা
বলে লেখাপড়া বন্ধ না ।
শুনে হুতোমের ভয় পেঁচানি কয়--
তোমারা কি জান ? লেখাপড়া শ্রম,
যত বেশী করাযায় - তা কমায় ভ্রম ।
বহু শক্তির শ্রমে নর নারী পাখী কীট গাছপালা,
মহাবিশ্বে সৃষ্টি ধংস সব শ্রম, নেই হরতালওয়ালা ।
থেমে নেই শ্রম তোমাতে,
দেখা শোনা হাটা বসা খাওয়া ঘুম শোয়াতে --
শ্রম-ধর্মঘট! পারবে কি সব শ্রম থামাতে ?
আছে বহু শক্তি মিলে মিশে সংঘাতে,
করে শ্রম তোমার আমার এ দেহেতে,
তাঁরা কেউ একা কেউ জোটে,
কতক শক্তি ইচ্ছা-শক্তি রূপে স্ববশে,
কতক ইচ্ছা মানেনা কখনও থামেনা,
শক্তিকে চেনাজানা - শ্রমবিনা হয়না ।
শক্তির অঙ্গনে সেই শ্রমিক যে তাঁকে চেনে,
সকল শক্তির উদগাতা তিনি নিখিল ভুবনে ।
বিশ্বব্রহ্মাণ্ড কীট পতঙ্গ মানুষ তাঁরই শ্রমে--
শ্রমিক সকলে; রয়েছি সবাই একাত্ম তাঁর আশ্রমে ।