হৃদয়নাথ – চেন নাকি তাঁকে ?
সবার প্রিয় ছিল হৃদয়নাথ ----
তাঁকে প্রায় সবাই করেছে পর ।
হিংসা বিদ্বেষ ঈর্ষায়,
সংসার ঘর বাড়ি মুখর।
হৃদয়নাথ কোনরকমে ছিল --
এক পাশে উঠোনে চাতালে,
দিন রাত যায় চলে;
কোথায় কার কাছে যাবে ?
হৃদয়নাথের সে সব কবেকার স্মৃতি !
ছিল এক সময় – তাঁর প্রিয় দুটি নকুলদানা
পেত সে প্রতিদিন,
কত সোহাগ আদর সবার ভালবাসা,
হৃদয়নাথকে রাখত সবাই আপনমনে ।
তাঁর খেলাঘরে ছিল হাসি গান,
জমিজিরেত আবাদ,সবজি ক্ষেত,
ধান গোলা, খড়ের গাদায় লুকোচুরি !
শীতের রোদ্দুর, তালগুড়,পৌষ পার্বণ পিঠে পুলি,
বনভোজন, চাঁদনি রাত বাঁশবনে শিয়ালের ডাক !
হৃদয়নাথকে আর কেউ খোঁজে না,
মনে হৃদয়ে নয় সে কারোর,
নেই নকুলদানা নেই সেই প্রিয় পরশ,
সব বেতাল;
ভোগঘোরে সবাই বেসামাল ।
তর্জন হাঁক ডাক বাড়ী গাড়ি,
গর্জমান বাসনার খাজনাতে,
যায় সব টাকা চাঁদি কানাকড়ি ।
স্বজন, নিকট-কুটুম্ব, প্রতিবেশী বন্ধুর –
ঘি দুধ অন্নে নেই হৃদয়নাথের ছোঁয়া,
পরমান্ন কি তারা এখন কেউ জানেনা !
হৃদয়নাথ কোথায় ? অনেক খোঁজার পর –
মিলল তাঁর খবর,
আছে মানুষেরই মাঝে;
থাকে সে হৃদয়বাটির মণিকোঠায় ।
এখন সে আবার হাসে খেলাকরে-
সবার সাথে, সবাই তাঁকে ডাকে ।
এস এস নেও তোমার নকুলদানা –
হৃদয়নাথ বলে- এত নকুলদানা !
বেশী বেশী কিছুই ভাল না ।
রাখ সমতা, দাও তেতো টক ঝাল মিষ্টি,
হাসিকান্নার খেলা এভাবেই জগত সৃষ্টি ।
পর্বত প্রমাণ মান ধন যশও গড়ায় ঢালে,
সুখদুখঃ ভোগ ভাসে পদ্মপাতার জলে !