তিন স্বর এক হয়ে ঢোলশোহরতে বকাসুর,
ঢিঢিক্কার তিন নাটুয়া নাচে তা ধিন তা ধিন,
সবাই বোঝে এদের মিল তাল বিকট সুর,
ভজকটে তিন বকাসুর হতমান সংগিন ।
কেউ বা গোণ্ড বাম, অকেজো ডানহাতি,
কেউ বা জাতপাতের কুশীলব খাচ্ছে খাবি !
বাঙালির বিস্ময় তিন বকাসুর কদাকার,
মাঠেঘাটে বাদাবনে একসুর হতাশা হাহাকার ।
আসুরিক শক্তি বিপন্ন বোঝে সব বাঙালি,
কুটিল প্রশংসায় উলঙ্গ ব্যভিচারের পাঁচালী ।
ঘোচেনা বিকার – তিন অসুরই বেশরম বেহায়া,
লটপটে বাদাবন উল্লল,একাকার তিনের কায়া।
________
*বর্তমান পশ্চিমবঙ্গের "গোণ্ড" চিত্র ।