রাজনীতিতে আমি আর দলের আমরা,
বাদ অন্য দল,তুমি ও তোমরা ।
আমাদের দলের অহং বলন চলন,
করে শুধু নিজ দলের কীর্তন ।
করিলে ভাল কাজ অন্য দলেতে,
সুখ্যাতি করিনা বস্তুবাদী নীতি দলেতে ।
মগজে ভাবনা চিন্তায় ভুসিমাল,
পরনিন্দা চর্চায় করি কামাল ।
দলের চাল ডাল নুন যোগাতে,
টাকাকড়ির লেনদেন রাখি গোপনেতে ।
দলের বৃদ্ধ অর্থ মন্ত্রী রামের ভক্ত,
নাড়েন কোশা-কুশি দিবারাত্র --- তাহার শুদ্ধ জ্ঞান,
দলের তহবিল অফুরান, টেন্ডার তোলাবাজির দান,
কেহ পারেনা তাহাদের নাম ধাম জানিতে ---
এমনি দক্ষ তিনি মেধায় আর মন্ত্রিত্বে ।
নিজ নিজ দলে বাজাই ডাক ঢোল কাঁসা
ভুবনে এত দলের দেশ নাই – নয় আজব তামাশা ।
হাতে হাতধরি মিলেমিশে সকল দলেতে ---
করিনাই একটিও কারখানা এ দেশেতে ।
আছি মোরা দলে দলে গণতন্ত্রের সেপাই,
দেশে দল অগুনতি – গণতন্ত্র আরও চাই ।
অনেক দল চাই তবেই বুঝিবে এ মধুর গণতন্ত্র
বলিও না “গণতন্ত্রে আছে সহমত, মিলনের মন্ত্র”
কেন বিপদ বাড়াও – চাহিও না উত্তর –
যদি হয় কলকারখানা রাখিবেনা কেউ দলের খবর,
জানিও রাজনীতির বিজ্ঞান ও দর্শন ভারতে অকার্যকর;
দল অন্নক্ষেত্র – জনগণ নফর ।