মা, তোমার বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপে ,
মাপ পরিমাপের বিজ্ঞানে,
তুমি কল্পনারও অতীত ---
মা, মূর্খেরা তোমায় গজ ফিতায় মাপে ,
কেউ মন্দির ভাঙ্গে মসজিদ করে,
কেউ মসজিদ ভাঙ্গে মন্দির গড়ে ;
তোমায় দৈর্ঘ, প্রস্থ ও উচ্চতায় বাঁধতে চায় ,
দেশ কাল অতীত সর্বভূতস্ব ---
তোমার রুপ, শক্তি ও ধর্মকে ।
মা, আমায় উচ্চতা দিয়ে,
তোমায় যারা করে ছোট --
ব্যথা যন্ত্রণা পাই,
মাগো দুর্ভাগ্য,
এ মূর্তি আমার লজ্জা ---
নাহি চাই ।
মা তুমি অনন্ত মধুর,
হায় ! তোমার মন্দির মসজিদ,
দেখি বিন্দু বিন্দু, দূরে ---
দিয়েছে সব ছোট করে উচ্চতার বিকারে ।
দিন রাত দুই পায়ে দাড়িয়ে –
আছি তোমার ধ্যানে,
জানিনা কতকাল যাবে,
এভাবে,
ক্ষমা করো --
দাও অনুশোচনা !
মাতা তোমার বীর সন্তানকে –
তোমার থেকে দূরে রাখতে,
দিয়েছিলাম সম্মতি,
থাকুক সে বন্দি ভিন দেশে ।
অবশেষে আমিও আজ বন্দি স্বদেশে,
দুপায়ে দাড়িয়ে – চলৎশক্তি-হীন,
নির্বাক, অকর্মা – কর্মফলে ।