ভলবো তোরে কি আর বলবো !
এ কোন রথের গলপো ?
কেমনে কারে দিয়া তোর এই অপ-রূপ ?
এ রথে কে সারথি ? কোথায় অর্জুন ?
কোন ধর্মের রথে এমন তর্জন গর্জন ?
শীততাপে দেহ-রথ, রাজপথ সড়ক,
কামবিলাসীর গণতন্ত্রে ধর্মের মোড়ক !
কাদের ছবি – ভলবো ?
শ্যমাসুভাষ কমলাকান্ত রবীকবি নরেন,
কবে ভলবো তোর এমন আপন হলেন ?
ভারতমাতার কোষাগার শূন্য, রাজধর্মে মড়ক –
আসমুদ্রহিমাচল যোগ-ভোগের রসায়নে নরক ।
ওরে ভলবো-রথ দেখি তোর ছবি –--
অবাক গণতন্ত্র -- তোর একি কেরামতি ?
#ভলবো বাস হয়েছে রথ -- শীততাপ নিয়ন্ত্রত । তাতে চেপে গনতন্ত্র বাঁচাতে
রাস্তায় চলবে ভলবো-রথ, গৈরীক রাজনৈতিক দলের । ভারত । পশ্চিমবঙ্গ ।