রথ যাত্রা ---
নর দেহ-রথে পুলকিত সওয়ারি ।
চোখ কান নাক জিহ্বা ত্বক –-
তাঁর দেহ-রথে ঘোড়াগুলি;
ঘোড়ার আর মনের একই ক্ষুধার আকুতি !
কামনা বাসনা --
দেহ মন একাকার, ভাবে আবাদে মিলবে সোনা ।
ছুটছে, লক্ষ্য বিষয়-আসয় ক্ষমতার জমিন বহু-ফসলি ।
দেহ-রথ অশ্বশকট, সারথি বলগা মন –
করে অনুশরণ ঘোড়ার চলন,
দুরন্ত বেগ – দিনে রাতে সর্বক্ষণ,
নিত্য নতুন আবাদ খোঁজে,
শোনে মনহরা হ্রের্ষা ধ্বনি -- ।
বিস্তীর্ণ আবাদের খামার-বাড়িতে ---
গোলাজাত ফসল,
কাঙ্ক্ষিত মান ধন যত পায়,
শেষে সবই ফুরায় ।
আরও চায়,
সাধ না মেটে – নতুন আবাদ ডাকে ইশারায় !
আকাঙ্ক্ষা পূর্ণ হয় তবু পাত্র শূন্য ।
সওয়ারি মালিক ! মনের লাগাম ধরো ।
ঘোড়াদের কর বশ,
ওরা মনের ভাবাশ্রয়ী যন্ত্র-অস্ত্র-আধার,
শাসন করো, নিয়ে এস ওদের --
জ্ঞান বোধ বুদ্ধি চেতনার সড়কে,
চালাও রথ ।
পথ নিমেষে তরায় ক্ষুধার্ত রথী – আত্মসচেতণ,
এই ক্ষুধা নয় কোন অসার,অনিত্য, মৃত্যুর অধীন ।