Click This Link
আসুন এবারকার ২৯তম লিখিত প্রশ্নের প্রশ্নপত্রগুলো দেখি ।
আমার মুল্যায়ন আপনাদের সাথে কতটুকু মিলে একটু শেয়ার করলে খুশী হব ।
১। বাংলা ১ম পত্র
যথার্থই বিসিএসের উপযোগী প্রশ্নপত্র ।নির্ভুল বানান ।পরীক্ষকের সফলতা শতভাগ ।
রেটিং A+
২।বাংলা ২য় পত্র
এটিও সিলেবাস অনুযায়ী ভালো প্রশ্ন ।
রেটিং A+
৩।ইংরেজী ১ম পত্র
৮ নং প্রশ্নপত্রে fresh blood দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে । আমি কোথাও এটি পাইনি।কেউ পেলে এবং অর্থ জানালে কৃতার্থ হব ।এছাড়া বাকী সবই ঠিক আছে ।
রেটিং A
৪।ইংরেজী ২য় পত্র
২(b) প্রশ্নে Private Job Sectors in Bangladesh রচনার (vii) ও (viii) নং গাইডলাইন খেয়াল করুন ।
(vii)Problems and solutions
(viii)Conclusion with recommendations
এই দুটো পয়েন্টে মোটামুটি ঘুরেফিরে একই কথা আসবে ।
বাকী সব ঠিক আছে ।
রেটিং A
৫।বাংলাদেশ বিষয়াবলী ১ম পত্র
২নং প্রশ্নের দিকে খেয়াল করুন । এই প্রশ্নের ধারাবাহিকভাবে জবাব দিতে গেলে পরীক্ষাথীকে ইতিহাসের উল্টাদিকে যেতে হবে ।
উর্দুরাষ্ট্র ভাষা ->ভাষা আন্দোলন->মুক্তিযুদ্ধ এই ধারাবাহিকতায় না গিয়ে পরীক্ষার্থীকে উত্তরদিতে হবে মুক্তিযুদ্ধ->ভাষাআন্দোলন->উর্দু রাষ্ট্র ভাষা ।
৪নং প্রশ্নের প্রথম অংশের ইংরেজী দেখুন ।ঠিক আছে?
বাকী সব ঠিক আছে বলে মনে হয় ।
রেটিং A-
৬। বাংলাদেশ ২য় পত্র
৩ ও ৪ নং প্রশ্ন দেখুন ।৩ কে পুরোপুরি দোষে দুষ্ট করা না গেলেও ৪ নং পুরো তেলতেলে প্রশ্ন।
৫ নং প্রশ্নের বাংলার সাথে ইংরেজীর মিল নেই ।
৯ নং প্রশ্নের সিলেবাস বাংলাদেশ বিষয়াবলী ১ম পত্র
রেটিং B
৭।আন্তর্জাতিক বিষয়াবলি
১(ক) ইংরেজী ঠিক আছে ?
২(গ)Pease হবে না হবে peace
রেটিং A
৮। গানিতিক যুক্তি (গনিত)
৭(ক)এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রার্থীদের গলদঘর্ম হতে হয়েছে ,কারন প্রশ্নই ভুল ছিল –উতপাদকে বিশ্লেশন করা যাচ্ছিল না ।পরীক্ষা শেষ হওয়ার ৫ মিনিট আগে সংশোধনী দেয়া হয় –যাতে পরীক্ষার্থীদের উপকারে আসেনি ।
প্রশ্নে ছিল a³-3a²b+2b²
সংশোধনীর পর a³-3a²b+ab²
রেটিং A
৯।সাধারন বিজ্ঞান ও প্রযুক্তি
সুন্দর ও ভাল প্রশ্ন ।
রেটিং A+
১০। মানসিক দক্ষতা
এখানে দেখুন
Click This Link
রেটিং c-
সবগুলো প্রশ্ন ।
১। বাংলা ১ম পত্র
২।বাংলা ২য় পত্র
৩।ইংরেজী ১ম পত্র
৪।ইংরেজী ২য় পত্র
৫।বাংলাদেশ বিষয়াবলী ১ম পত্র
৬। বাংলাদেশ ২য় পত্র
৭।আন্তর্জাতিক বিষয়াবলি
সাধারন বিজ্ঞান ও প্রযুক্তি
গানিতিক যুক্তি (গনিত)
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:১১