১) কিছু কিছু টিভি বিজ্ঞাপন আমার খুব প্রিয়। বারবার দেখি। আমার কাছে প্রিয় বিজ্ঞাপন হতে গেলে বিজ্ঞাপনে কিছু সৌন্দর্য ও আবেগের ব্যাপার থাকা দরকার। আর বিজ্ঞাপণে কিছু বাহুল্যতা বিজ্ঞাপনের মেসেজকে অনেক শক্তিশালী করে। যেমনটা এই গ্রামীনফোনের টুকিতো আমাকে বাই বল্লনা বিজ্ঞাপনে দেখতে পাই।
২) আপন জু্যেলার্সের এই বিজ্ঞাপনে আছে হাজার বছরের বাঙ্গালী পরিবারের সম্পর্ক আর শ্রদ্ধার অনন্য মিশেল। এই বিজ্ঞাপন এখনো আমি দেখলে নস্টালজিক হয়ে যেই, আবেগে ভেসে যাই।
৩) বিএফএল এলুমিনিয়াম ফয়েল দেখাল যে অপ্রচলিত পণ্য দিয়েও মাথা নষ্ট করা বিজ্ঞাপণ বানান যায়।
''মন থেকে মনে, পথ থেকে পথে... ছুইয়া ছুইয়া যায়, রুপালি মায়ায়...
কি আদর জড়াইয়া থাকে, মমতা মুরাইয়া থাকে...
রুপালি মায়ায়...
'রুপালী মায়ায় অটুট থাকুক খাবারের স্বাদ আর গন্ধ। বিএফএল এল্যুমিনিয়াম ফয়েল, Keep Food Good।''
মন্ময় হয়ে দেখি। খেলতে যাওয়া মেয়েকে জোর করে খাবার দেয়া মায়ের আদর, বৃষ্টির দিনে বৌকে সারপ্রাইজ, স্কুলে বাচ্চাদের দুষ্টুমি আর বাবা-মেয়ে মিলে বানান কেক নিয়ে হাসপাতালে মাকে ভালবাসা প্রকাশ করা মিষ্টি বাচ্চা মেয়েটা- সব খানেই BFL এল্যুমিনিয়াম ফয়েলের যথার্থ উপস্থিতি। সবকিছু আছে, কিছুটা বেশীও আছে।
সাম্প্রতিক কালে দেখা বাংলাদেশের সেরা বিজ্ঞাপন এটা।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২১