অনেকেই বোঝেন ব্যাপারটা তবুও খুব সহজভাবে বলি। খুবই সোজা হিসাব।
প্রথমেই একটা উদাহরণ ঃ বড় কোম্পানীগুলো প্রায়ই ভারতের জন্যে এড বানিয়ে সেটা বাংলাদেশে চলিয়ে দেয়। এতে খরচ বাচে। এক পর্যায়ে ক্রিকেটাররা ওখানে বড় সেলিব্রিটি হয়ে গেলেন। সেই এড মোটামুটি কাজে এল। কিন্তু এর মাঝে বাংলাদেশ ক্রিকেটে একটু এগিয়ে গেল। তাই এদেশের লোকজন কোহলীর চেয়ে তামিমকেই বেশি পছন্দ করতে শুরু করল। আর খেলাধুলা সংক্রান্ত ( যেমনঃ ভারতে খেলতে দাওয়াত না দেওয়া, দাদাগিরি) আর কিছুটা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাজে কথা বলায় ভারতের ক্রিকেটার দের জনপ্রিয়তা এখন নেগেটিভ। সুতরাং সাকিব থাকতে শেহভাগের কি দরকার। সর্বশেষ কিছু কোম্পানী দেখল ভারতীয় প্লেয়ারদের এডে দেখালে উলটা ফল হচ্ছে। আর তাই আজকাল আমাদের প্লেয়ারদের ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপনে। কারণ ওদের ইমেজ ভ্যালু এখানে ইন্ডিয়ান প্লেয়ারদের চেয়ে অনেক ভালো।
ডেশে এই মুহুর্তে আওয়ামী লিগ, হাসিনা এমনকি এদের কর্মকান্ডের কারণে স্বয়ং বংগবন্ধুর ইমেজ ভ্যালু কমে গেছে। সুতরাং এদেরকে বিজ্ঞাপনে দেখালে লাভ হবে না। বরং প্রধানমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীকে বিলবোর্ডে দেখলে সরকারের ভোট আও নেগেটিভ হবে। সুতরাং বিএনপির ভয়ের কিছু নেই। উলটা জোর করে অন্যের বিলবোর্ড দখল করে বা সরকারি খরচে দলীয় বিজ্ঞাপনে লোকজন আরো খাপ্পা হবে।