প্রথমেই বলে রাখি আমি আওয়ামী লিগ দেখতে পারি না একেবারে দুই চোখে।
ইমরান সাহেবদের শাহবাগি আন্দোলন যেমন দেখতে পারি না তেমনি দেখতে পারিনা নতুন শাহবাগি আন্দোলন।
দেশটা স্বাধীন করে নিয়ে এসেছে মুক্তিযোদ্ধারা। তাই আমি মনে করি তাদের শতভাগ কোটা প্রাপ্য। যারা ভীরু কাপুরুষ তাদের সন্তানরা সরকারী চাকুরীতে ঢুকলে এখানে নীতির প্রশ্নে আপোষহীন থাকেননা। এই কারণেই দুর্নীতি এত প্রকোপ বিস্তার করেছে।
আমার মতে মুক্তিযোদ্ধা পরিবার ছাড়া আর কারো সরকারি চাকরিতে আসা উচিত না। লোক না পাওয়া গেলে তাদের আত্মীয় দের দেয়া যেতে পারে। তবে উপজাতিদের জন্য ২-৩ % কোটা রাখা যায়।
এটা কারো করুণা নয় প্রাপ্য!!
আমাদের মনে রাখতে হবে জামাত শিবির স্বাধীনতা শত্রু। তারা কোমলমতি ছাত্রদের ভুল বুঝিয়ে পথে নামিয়েছে।
আসলে তারা দেশে বিশৃংখলা লাগিয়ে যুদ্ধপরাধিদের মুক্ত করতে চায়।
আমি পুলিশ ভাইদের বলব আমরা কঠোর হন কিন্তু নির্দয় হবেন। এই সব ফকিরনির পুতেদের পাছায় তেল হয়েছে , একটূ লাঠির বাড়ি আর মরিচের গুড়া স্প্রে করে দেন ঠিক হয়ে যাবে। তাতে কাজ না হলে ওদেরকে পাকিস্তান পাঠান। কিন্তিউ সোনার বাংলায় রক্তপাত দেখতে চাই না।