সুন্দরের সাথে আমার প্রেম,
আর আমি প্রেমে পড়িও অনেক।
তাই আমি অকাতরে প্রেমে পড়ি নারীর,
অনেক অনেক নারীর।
কারো সুন্দর মন ও মননের প্রেমে পড়ি,
কারো সুন্দর মুখের, সুন্দর হাসির।
সুন্দর কথার আর কাজের নারীর আমি প্রেম পুজারী;
সুন্দর চিন্তার, সুন্দর সাহসের মেয়ের প্রেমে মজে থাকি।
সুন্দর শরীর , সুন্দর স্তন ও কোমরের প্রেমে পড়ি -
প্রেমে পড়ি কামুক চাহনির আর মাদক-ভংগির।
ছেলে-ছেলে অগোছালো বিদ্রোহী মেয়েটার ভক্ত প্রেমিক আমি
সাহসী বেশ্যা মেয়েটার জন্য আমার প্রেমান্ধ পাগলামি।
তাই একজনের প্রেম আর আমায় টানে না।
স্বার্থের ভন্ডামী গাঁথা প্রেম মালিকানা আমার জন্যে না।
শুধু আমার অজস্র প্রেয়সীরা হয়তো জানলোনা এ প্রেমিকের কথা;
হয়তবা জেনেছে না জেনেই।
ভাষার বাইরে যে ভাষা - তাই দিয়ে পাঠাই আমি
প্রেমপত্র ভাসিয়ে হাওয়ায়
সে সৌরভ যদি তাদের কাছে যায়, কোনো অপার্থিব উপায়ে!
তাদেরই কেউ হয়তো পড়ছেন এই অকাব্য
অন্ততঃ ভাবতে তো দোষ নাই
এ প্রেম অস্বার্থিক ও খাঁটি, যদিও ভাবো অসভ্য।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ সকাল ১১:২৬