বোধের থলিতে শুধু জমে শূণ্য আনাকড়ি
বার বার উদ্ধত শির
লজ্জায় নেতিয়ে পরে মৃত্তিকা ধুলায়
কর্মহীন বেলা শেষের সাঁঝ যেন;
আঁধার কালিমা গায়ে মেখে নির্লিপ্ত শরীর
রাতের কাছে বিনা দ্বিধায় সমর্পিত।
আকাশও কি তাই?
লজ্জাহীনা শুধু কালে কালে মেঘের সাত রং এ
পুনঃজীবন লাভে সদা তটস্ত থাকে।
অথচ কি জানি?
আমরা তো নিঃশেষ হব বলে,ইতিহাস সাক্ষী
হতেই হবে; যেনও ইতিহাসকে
কলঙ্কে ডুবাতে ছাড় দেই না মোটেই! মৃত্যুপূর্ব বাসনা
খণ্ডিত জীবন,
খণ্ডিত মহাকালের এক বিন্দু ধুলা সম
ক্ষয়ীত এই খণ্ডিত শ্বাস-প্রশ্বাস
এত দর্প এত অহঙ্কার;
বোধের থলিতে শুধু জমে শূণ্য আনাকড়ি ।
১৪২৩/০৩, জ্যেষ্ঠ/গ্রীষ্মকাল।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৭