জলমাকড়ষা ছায়া জলে হেঁটে যায় সন্তর্পণে
ভেবে ভেবে আর খোঁজ করা হল না
খোলা আকাশে মেঘ নেই বলে,
উধাও হয়ে গেল যে কখন? জানতে পারেনি কেউ
মেঘ নিলীমায়
বেশ তো সহবোধ; কাব্য গুলে ঈশাণ কোনে
রণরঙ্গি সাজ সাঁঝে।
ধেনুর পালে কলমি ঘ্রাণ সাদা কইতর উড়ে
সাঁঝের সোনালী রং গায়ে মেখে
রৌদ্র খরায় উনুন চালে
চাল কুমড়ার ডগা মরে গেছে, নেতিয়ে নিঃসার
চুন মাখা কুমড়া সাঁঝঘন আঁধারে;
জোছনা বিলাপে ঢাকে।
রাত বাড়তে থাকে,রাত গভীর!
ডাহুকী তার নলখাগড়ার বন চুষে বেড়ায়
খুঁজে মরে রাত গড়িয়ে ভর দুপুর! মাছরাঙা মাছ ধিয়ানে
উচ্চবাচ্য নেই; জলে নলখাগড়ার ছায়া পরে
জলমাকড়ষা ছায়া জলে হেঁটে যায় সন্তর্পণে।
১৪২৩/০১,জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ সকাল ১০:২১