টিভিতে দেখলাম, গুলতেকিন হুমায়ূনের কবর জেয়ারত করছেন সাথে ছিলেন হুমায়ূনের মা, আত্মীয়স্বজন ও ভাইয়েরা। হুমায়ূনকে এই পরিবার থেকে বহু বছর বিচ্ছিন্ন করে রেখেছিলেন শাওন। সে প্রচেষ্টা এখনো অব্যাহত আছে। যে কারনে ধীরে ধীরে তিনি একঘরে হয়ে পড়ছেন!
শাওন সব সময়ই হুমায়ূন আহমেদের দর্শক পাঠকদের কাছে একজন ভিলেন হিসাবে গন্য হয়েছেন। এখন তাঁর সে অবস্থান আরো নাজুক হয়েছে। এভাবে চলতে থাকলে তাঁর ভবিষ্যৎ জীবন কঠিন হবে।
হুমায়ূনের কবরের স্থান নির্ধারনের সময় তাঁর উচিত হয়নি হুমায়ূনের পরিবারের সাথে দ্বন্দে জড়িয়ে পড়া। শাওনের অস্তিত্ব রক্ষার স্বার্থে তাঁর উচিত ছিল হুমায়ুন আহমেদের দুই ভাই, মা, সাবালক সন্তানদের প্রাধান্য মেনে নেওয়া।
বুদ্ধিমতি হলে তিনি তাঁর এই অবস্থানকে মানুষের কাছে গ্রহনযোগ্য ও উন্নততর করতে পারতেন। কিন্তু দুঃখজনক যে সে সুযোগ তিনি হাতছাড়া করেছে।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৯