একাত্তরের ভয়াল রাতের কথা
কবির পৈত্রিক নিবাস ঘিরে খুনি আলবদর
রাজাকার,দখলদার সেনাদলের আনাগোনা
চারিদিকে সুনসান নীরবতা
আত্মগোপনে কবি
নিকটবর্তী খড়ের পালায়
যেখানে গোখরার হিস, হিস, বার্তা
গোখরার চেয়েও যে, ভয়ঙ্কর দখলদার সেনা
ও তাদের সহযোগী আলবদরের ফণা
রাত গভীর থেকে গভীর হলেও কবি নিদ্রাহীন
থেকে থেকে শোনা যায় দুরাগত মেশিনগানে ব্রাশ ফায়ার
পথের কুকুর গুলো ভুলে গেছে ঘেউ, ঘেউ কণা
কুণ্ডলী পাকিয়ে রয় অশ্রুসিক্ত চোখে
তারাও বুঝে গেছে পাকিস্তানি দখলদারদের ভয়াবহতা
থেকে থেকে কেঁদে উঠে করুন সুরে
কুকুরের কান্না যে মহাবিপদের লক্ষন
আঁতকে উঠে মায়ের মন
বিষধর গোখরাও আত্মজ কবি
যে একত্রে করে রাত যাপন
হায়েনা আলবদর, দখলদার সেনারা যে,
মানে না মানুষের করুন আবেদন ।