সময়ের সাথে সাথে এগিয়ে চলে
অগ্রগামি সেনা
পেছনে বাঁধলে চাকা থেকে যাবে পশচাৎপদে
মানতে যে মানা অন্তরায়ের বাধা
ঝিমিয়ে থেকো না আর
যুদ্ধের ময়দানে লরতে হবে উন্নত শিরে
বাংলার দামালরা শোনো
ঝেড়ে ফেলো মাদকতার কালো
উপড়ে দাও দাঁড়কাকের খুঁটি
বাংলার মানুষর যেন থাকে না আর
ঘাতক, শোষকের দাবার ঘুটি
তোমরা যে বাংলার মানুষকে
দেখাবে মুক্তির আলো
তোমাদের পূর্ব পুরুষরা যেমন
এনেছিল একুশ, একাত্তর
ভ্রান্তধারনা বিশ্বাস যত ঝেড়ে ফেলো
তোমরাই যে অগ্রগামী সেনা
এগিয়ে যাও বাঁধ ভাঙা উচ্ছ্বাসে।