আজকে এক নিউজ পোর্টালে একটা রিপোর্ট দেখে ক্রেশ খাইলাম। রিপোর্টে বলা হইছে.......
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০১০ সালের প্রতিবেদন অনুযায়ী....
৩০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা রয়েছে প্রায় ৪০ হাজার। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন বিষয়ে আসন রয়েছে সর্বমোট ৩ লাখ ৬৯ হাজার
৮৫৪টি। ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৫১২টি।
দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও মাদ্রাসা সব মিলিয়ে উচ্চ শিক্ষায় আসন সংখ্যা ৫লাখের কিছু বেশি। এ বছর এইচএসসি/সমমান পরীক্ষায় পাস করেছে ৭ লাখ ২১ হাজার ৯৭৯ জন।
তাইলে এ হিসেবে অনুযায়ী দেখা যায় ২ লাখ শিক্ষার্থী শুধু আসন সংকটের কারণেই উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে...!!!!
উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবার জন্য মোটামুটি শিক্ষার সুযোগ থাকলেও আমাদের দেশে উচ্চ শিক্ষা বলতে যেটিকে বুঝানো হয় i mns বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগটা খুবই কম সংখ্যক ছাত্ররাই গ্রহন করতে পারে।
বাট আমি যদি আমাদের প্রতিবেশী দেশগুলোর প্রতিবেদন তুলেধরি তাহলে বলতে হয় পাকিস্থানের মতো দেশে যেখানে শিক্ষা বন্ধ করার জন্য রিতীমতো রক্তারক্তি কান্ড হয় সেই দেশেরই ১৪-১৭% স্টুডেন্ট নিয়মিত উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ পায় নিজের দেশেই। ভারতে সুযোগ পায় ২৬% স্টুডেন্ট। আর আমেরিকা, জাপান, ফ্রান্স কিংবা চীনের মতো উন্নত দেশগুলোতে সুযোগ পায় প্রায় ৫৬% স্টুডেন্ট।
যেখানে আমাদের দেশে স্টুডেন্টরা সুযোগ পায় টেনেটুনে ৬% ......!!!!!!
মাননীয় প্রধান মন্ত্রী.......
বঙ্গবন্ধু কি খালি দেশটাকে ডিজিটাল আর থ্রিজি করার স্বপ্নই দেইখা গেছে নাকি আমাদের মতো মিডেলক্লাস স্টুডেন্টদের জন্য কিছু ভালো এ্যডুক্যাশন সিস্টেমের স্বপ্নও দেখছে...????
আমাদের দেশের সরকার কোটি কোটি টাকা দিয়া সন্ত্রাস পালে...মানুষ মারার জন্য যার্ব পালে বাট একটা স্টুডেন্টের জন্য বছরে কয়েক হাজার টাকা খরচ করতে পারেনা..!
বালের দেশে বালের এ্যডুক্যাশন সিস্টেম...!! সব শালা ধান্দাবাজ....
আম্মু বিদেশ যাব.... :'( :'(