অস্পর্সী...
জানি তোর চোখে ঘুম নেই
গ্যালাক্সী স্পর্শ করে আসা নিভু জোৎছনা এসে ছুয়ে যায় তোর বিছানার দ্বার প্রান্তর
হয়তো দাঁড়িয়ে আছিস চিলেকোঠার বারান্দায়।
জানালার ওপারে বিনীদ্র রজনীর
প্রহর গুনি আমি
অনেকটা তুরই মতো।
দ্বিধা হয় তবুয় চেপে ধরে আছি মুঠোফোন
হয়তো তোর কন্ঠস্বর শুনব বলে..
এভাবে জেগে থেকে কি হবে বল..??
শব্দার্থের কোলাহলতো থেমে গেছে
অনেক দিন হয়..
কি প্রয়োজন ছিল সেদিন মৃত্যুকে
এতো কাছ থেকে ফেরাবার..??
এরকম তো কথা ছিল না
কথা ছিল আমাদের অন্ধকার সুরঙ্গের
শেষে থাকবে আলোর মিছিল।
সেইসব দিনগুলো এখন পথ খুজে,
ক্লান্ত পথিকের মতো থমকে দাঁড়িয়
পথের শেষ সিমানায়
তারপর মিশে যায় নিছক আধারে.....