খুব সিম্পলি একটি ছেলে খুব সিম্পলি কিছু স্বপ্ন দেখতে অভ্যস্ত। একটা সাধারণ মানুষ যেমনটা হয়। গো বেচারা টাইপের। প্রেমের মধ্যে ইন্টারেস্ট থাকলেও রিয়েল লাভের ক্ষেত্রে কোন ইন্টারেস্ট নাই।
একদিন হঠাৎ করে সে রাস্তায় বা অন্য কোথাও একটা মেয়ের দেখা পায়। রস্তায় সচরাচর অনেক সুন্দরী মেয়েকেই দেখে তাই তার প্রতি ছেলেটার তেমন কোন ফিলিংস হয়না শুধু মাত্র একটি "ওয়াও she is beautiful" জাতিয় শব্দ ছাড়া। মেয়েটার সাথে তার প্রচন্ড কথা বলতে ইচ্ছে করে। কিছু পরিচিত কাজিন বা বন্ধুদের ধরে অবশেষে সে মেয়েটার সাথে কথা বলতে পারে। যখন ফাস্ট টাইম কথা বলে তখন থেকেই শুরু হয় আসল সমস্যা। সে দেখে মেয়েটার সবকিছু র সাথেই তার অনেক মিল..!! মেয়েটা যেন তার জন্যই সৃষ্টি..!! এভাবেই কাটতে থাকে দিন। একসময় মেয়েটাকে সে প্রপোজ করে। মেয়েটা প্রথমে রাজি থাকেনা বাট পরে রাজি হয়। শুরু হয় নতুন জীবন। তারা ছোট ছোট কিছু স্বপ্ন দেখতে শুরু করে। তাদের একটা ছোট ঘড় হবে..২-৩ টা করে বাচ্চা হবে..এই টাইপের কিছু স্বপ্ন।
বাট হঠাৎ একদিন তাদের স্বপ্নের মধ্যে ফাটল ধরে। বিয়ে ঠিক হয়ে যায় মেয়েটার। ছেলেটারও তখন এমন অবস্থা যে নিজেই চলে মা-বাবার টাকায়। মেয়েটাকে সে বিয়ে করে তার মুখে দুমোঠু ভাত পর্যন্ত তুলে দিতে পারবে না। মেয়েটা দুটানায় পরে যায়। অবশেষে সে ঠিক করে যারা তাকে এতোটা কষ্ট করে মানুষ করেছে তাদের সাথে সে কিছুতেই বেইমানি করতে পারবে না। সে বিয়েতে রাজি হয়। ছেলেটা তাকে ফিরিয়ে আনতে চায় বাট মেয়েটা তার সিদ্ধান্ত পরিবর্তন করতে নারাজ। একদিন মেয়েটার বিয়ে হয়ে যায়।
ছেলেটা অসহায় হয়ে পরে নিজেকে শেষ কর দিতে চায়। কিন্তু নিজের ফেমেলির কথা চিন্তা করে তা আর করা হয়না। একটা মধ্যবিত্ত ফেমেলির ছেলে হিসাবে যা হয় আরকি। মেয়েটার সাথে তার সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
সময় তার নিজিস্ব পথে পরিবর্তন হয়। পরিবর্তন হয় মানুষের জীবনধারা। একসময় দেখা যায় ছেলেটা ছোট একটা জব করে আর মেয়েটা হয় স্কুল মাষ্টার। চলার পথে একদিন তাদের হঠাৎ দেখা হয়ে যায়। দুজন দুজন কে খুব ভালো ভাবেই চিনতে পারে। প্রথম দিন তাদের তেমন কোন কথা হয়না। কিন্তু মাঝরাতো হঠাৎ ছেলেটার কাছে ফোন আসে মেয়েটার। সে ছেলেটার সাথে দেখা করতে চায়। ছেলেটা রাজি হয়। পরদিন তারা একটা রেস্তরায় দেখা করে। মেয়েটা অনেক কান্নাকাটি করে সেদিন। সবকিছুর জন্য নিজেকে দোষি করেআবার সবকিছু নতুন করে শুরু করতে চায় সে। কিন্তু ছেলেটা রাজি হয়না। কারন আপেক্ষা করতে করতে একসময় ফেমেলির চাপে নতুন একটা জীবন শুরু করতে বাধ্য হয়। আর একটা নতুন জীবনকে সে কিছুতেই ভাঙ্গতে পারবে না।
উঠে দাড়ায় ছেলেটা। ক্ষমা চায় মেয়েটার কাছে। তারপর মনের অজান্তেই হাটতে থাকে রাস্তা ধরে। মেয়েটা ঠায় বসে থাকে। ছেলেটার ফিরে যেতে ইচ্ছে কর মেয়েটার কাছে। বুক ভেঙ্গে যায় তার। তারপরও কিছুই করার থাকেনা ছেলেটার..........