ভাই হ্যাস ট্যাগ কইরা কি গাজার কিছু করতে পারবেন...?? যদি না পারেন তাইলে এই হ্যাস ট্যাগ কেন..??
এইরকম ধারনা পোষনকারীদের জন্য এই পোষ্ট........
হ্যাস ট্যাগ ফেসবুক থেকে টুইটরে কার্যকর বেশি। ফেবুর ডি কোডিং সিস্টেম এ এইটা অতটা কার্যকর নয়। টুইটরে এইটা যেমন দ্রুত ছড়ায় ফেবুতে তেমন দ্রুত ছড়ায় না..তারপরও গাজা নিয়ে গতো দুদিন অহরহ হ্যাস ট্যাগ হচ্ছে। তার কারনটা মনে হয় অনেকটা এই রকম..
আমরা প্রত্যেকে জানি একক ভাবে আমরা গাজার জন্য কিছুই করতে পারব না। তাই একট সম্মলিত প্রচেষ্টায় আমরা সারা পৃথিবীর কাছে একটা ক্ষুদ্র বার্তা পৌছে দিতে চাই। সেইটা হচ্ছে #SupportGaza #Save_Gaza
এমন অনেক মানুষ আছে যারা কিছু করতে চায়। কিন্তু একটু খানি সাপোর্টের জন্য কিছুই করতে পারেনা। এইটা তাদের জন্য একটা বড় প্রেরনা।
এখন প্রশ্ন হচ্ছে এই হ্যাস ট্যাগ পৃথিবী জুড়ে কিভাবে ছড়িয়ে পরবে....???
আমাদের প্রত্যেকের লিস্টেই কিছুনা কিছু বিদেশি বন্ধু আছে। আমরা যখন হ্যাস ট্যাগ করি তাহলে ধরেন তাদের মধ্যে একজন না একজনের চোখে পরবেই ...
ছোট্ট একটা উদাহরন দেই....
ধরেন আমি হ্যাস ট্যাগ করলাম। আমার একজন সৌদিআরবিয়ান ফ্রেন্ড সেইটা দেখল। সেও হ্যাস ট্যাগ করল। তার দেখাদেখি সৌদির অনেক ফেন্ড এইটা করল। তাদের মধ্যে একজনের একটা ফ্রেন্ড থাকে আমেরিকায়। সেওতাদের দেখাদেখি ট্যাগ করল...এবং তা আমেরিকা জুড়ে ছড়িয়ে পরল.........আর এভাবেই আমরা চাই এটি যেন সারা বিশ্ব ব্যাপি ছড়িয়ে পরুক।
মনে রাখা দরকার....ক্ষুদ্র ক্ষুদ্র জলকনা গুলোই কিন্তু সাগড় গড়তে পারে.....
সাফলের কথা হচ্ছে এই হ্যাস ট্যাগ কিছু বিশ্ব বিখ্যাত হেকিং গ্রুপের নজর কেড়েছে..
এদের মধ্যে আছে Anonymous এর মতো গ্রুপও....তাদের মতে...
For over a decade, your violation of international
law,
and your crimes against humanity, have not,
gone
unnoticed ....
This Friday will be a day in where Israel will
feel fear tingling in their servers, and homes.
So #SupportGaza #Save_Gaza