Person :- হুমায়ুন আযাদ
আযাদ = >মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু
আসলে গাধাকেই পছন্দ করে।
আমি : এইটা আপনি ঠিক বলেছেন। এর কারনটা বোধহয় মানুষ যাকে বেশি ভয় পায় তাকে অতিরিক্ত শ্রদ্ধা করে । আর যাকে ভয় পায় না তাকে এক পয়সারও দাম দেয়না। অনেকটা জোড় যার মুল্লুক তার এই টাইপের আরকি।
= > জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার
সিঁড়ি। অনেকেই আজকাল জনপ্রিয়তার
পথে নেমে যাচ্ছে।
আমি : তাহলে আপনিওতো তাদের মধ্যেই একজন। তাইনা মিস্টার...??
= > উন্নতি হচ্ছে ওপরের দিকে পতন।
অনেকেরেই আজকাল ওপরের দিকে পতন
ঘটছে।
আমি : বাঙ্গালী হয়েও বাংলা সম্পর্কে আপনার জ্ঞান দেখছি অনেক কম..!!! উপরের দিকটাকে পতন বলেনা। নিচের দিকটাকে পতন বলে।
= > অধিকাংশ রূপসীর হাসির
শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের
কৃতিত্ব নয়।
আমি : মেয়েদের সম্পর্কে আপনার অনেক exprenc আছে। কথাটা কিন্ত আমিও মানি। তবে হাতের পাঁচ আঙ্গুল কিন্তু একরকম নয়।
= > মানুষের ওপর বিশ্বাস
হারানো পাপ, তবে বাঙালির ওপর
বিশ্বাস রাখা বিপজ্জনক।
আমি : আমি জানতাম আপনি নাস্তিক..!! But বাঙালি বিদ্ধেষী তা জানতাম না।
= > শিক্ষকের জীবনের থেকে চোর,
চোরাচালানি, দারোগার জীবন
অনেক আকর্ষণীয়। এ সমাজ শিক্ষক চায়
না, চোর-চোরাচালানি-
দারোগা চায়।
আমি : আপনার কিছু কিছু কথা মাইরি চরম সত্য। এইটা তার মধ্যে একটা। এর প্রধান কারন মনে হয় আমাদের বিবেক।
= > অভিনেতারা সব সময়ই অভিনেতা;
তারা যখন বিপ্লব করে তখন
তারা বিপ্লবের অভিনয় করে।
এটা সবাই বোঝে, শুধু
তারা বোঝে না।
আমি : কিন্তু তাদের সামনে যখন মৃত্যু আসে তখন আর সেটা অভিনয় থাকেনা। এটা তারা যেমন বুঝতে পারে তেমনি বুঝতে পারে অন্যরাও..
= > একজন চাষী বা নদীর
মাঝি সাংস্কৃতিকভাবে যতোটা
মূল্যবান, সারা সচিবালয় ও
মন্ত্রীপরিষদও ততোটা মূল্যবান নয়।
আমি : এইটা বুঝার মতো বোধ শক্তি কারো নেই এমনকি আপনারও বোধয় ছিল না
= > নিন্দুকেরা পুরোপুরি অসৎ
হ’তে পারেন না,
কিছুটা সততা তাঁদের পেশার জন্যে
অপরিহার্য; কিন্তু প্রশংসাকারীদের
পেশার জন্য মিথ্যাচারই যথেষ্ট।
আমি : আমি বুঝতে পারছি...কেউ আপনার প্রশংসা করলে সেগুলো কে হাওয়া মনে হয়...!!! এই ক্ষেত্রে অবশ্য আপনার আর আমার কিছুটা হলেও মিল আছে..!!
= > প্রতিটি সার্থক প্রেমের
কবিতা বলতে বোঝায়
যে কবি প্রেমিকাকে পায় নি,
প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বোঝায়
যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে।
আমি : ভাউ...আমি সিওর..প্রেমের ক্ষেত্রে হয় আপনি কিছু বুঝেননা নাহয় আপনার মাথায় সিট আছে..
= > যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন
তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই
সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব
থাকে না।
আমি : তাইলে আমাগো দেশদরদিরার কি কোনত্রু নেই...???
= > এদেশে সবাই শিক্ষানুরাগী ও
সমাজসেবক : দারোগার
শোকসংবাদেও লেখা হয়,
‘তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক
ছিলেন’।
আমি : করন এদেশের শিক্ষার মানটা অতি সস্তা।
= > একবার রাজাকার মানে চিরকাল
রাজাকার; কিন্তু একবার
মুক্তিযোদ্ধা মানে চিরকাল
মুক্তিযোদ্ধা নয়।
আমি : কথা সত্য...
= > ঐতিহ্য বলতে এখানে লাশকেই
বোঝায়। তবে লাশ জীবনকে কিছুই
দিতে পারে না।
আমি : কিন্তু জীবনতো লাশকে অনেক কিছু দিতে পারে তাইনা..??? এক্ষত্রে অবশ্য আপনাকে নিতে জানতে হবে..।
= > সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন
আমরা কেউ থাকব না।
আমি : কিন্তু এটাই সবচেয়ে খাটি সত্য..!!