রিয়েল লাভের ক্ষেত্রে বেশির ভাগ সময় মেয়েরা ছেকা খায় তার একটা বড় কারন মনেহয় শেয়ারিং আর কেয়ারিং...
মেয়েদের কথা জানিনা but সধারনত একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে একটু খানি শেয়ারিং আর কেয়ারিং এর জন্য। নিজের লাইফটাকে কম্বিনেশানের মাধ্যমে বদলানোর জন্য। (প্লেবয় ছাড়া) ছেলেরা চায় যে যেই মেয়ের সাথে সে প্রেম করবে সেই মেয়েটা তার সব কথা শুনবে,তাকে ভালো পরামর্শ দিবে,বিভিন্ন বিষয়ে তাকে কেয়ার করবে, লাইফটাকে পরিবর্তন করতে একটু সাহায্য করবে...এইসব।
কিন্তু আমি দেখছি...অধিকাংশ সময় মেয়েরা তাতো করতে পারেইনা বরং তারা চায় নিজের লাইফটাকে ছেলেটার লাইফের সাথে এক করে দিতে। but এইটা কখনোই সম্ভব না cz দুইটা লাইফের উদ্দেশ্য একরকম হইতে পারে কিন্তু দুইটা লাইফের পথটাতো আলাদা...!! মেয়েরা এইসব কিছু মানতেই চায়না। তখন ছেলেটাকে বাধ্য হয়েই ব্রেকআপ করতে হয়।
আর যেসব মেয়েরা কেয়ার করে তাদের একটা বড় অংশ আবার অতিরিক্ত শাসন করে।
(ভাউ..ছেলে তোমার লগে প্রেম করবার চায় তোমার পেদানি খাইবার চায়না। )
এই ক্ষেত্রেও প্রেম নামের সম্পর্কটা তারাতারি ভাঙ্গে। (কতো আর পেদানি সহ্য করব...!!!)
তাই আমি মনে করি প্রেমের ক্ষেত্রে সম্পর্ক গুলা মিহি হওয়া উচিত। অতিরিক্ত শাসন করাও উচিত না আবার অতিরিক্ত চান্স দেয়াও উচিত না।
আর আমি বিশ্বাস করি...একটা ছেলেকে যেমন একটা মেয়ে খুব খারাপ বানাতে পারে ঠিক তেমনি একটা খারাপ ছেলেকে একটা মেয়ে খুব ভালোও বানাতে পারে। তবে এইটা ঠিক যে তা নির্ভর করে মেয়েটার ইচ্ছাশক্তির উপর।
কিন্তু দুঃখের ব্যপার হইল গিয়া অধিকাংশ সময়ই মেয়েরা ছেলেদের কে খারাপই বানায়...ভালো বানায় খুব কম..…!!! :'( :'(