গতকাল সন্ধ্যায়, যখন আমেরিকান টেলিভিশনে ইরানী বেলাষ্টিক মিসাইল ছোঁড়ার ছবি দেখাচ্ছিল, পুরো আমেরিকা মহুর্তের জন্য থমকে গিয়েছিলো; এটি ছিল আমেরিকার জন্য ভয়ংকর ভয়ের ব্যাপার; প্রেসিডেন্ট হয়তো, ইরান আক্রমণের অর্ডার দিয়ে দেবে। আমেরিকার সাধারণ মানুষ এখন কোন অবস্হায় অন্য জাতির হয়ে যুদ্ধ করতে চাহে না, অন্য জাতির জন্য আর প্রাণ দিতে চাহে না, অন্য জাতির জন্য এভাবে টাকা পানিতে ফেলে দিতে চাহে না, এখন আমেরিকার নতুন জেনারেশন বুশ-চেইনীদের মতো নয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, টেলিভিশগুলো বললো যে, প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্য কথা বলবে; এটা ছিলো ভয়ংকর সংবাদ; এই অবস্হায় কথা বলা মানে যুদ্ধ-ঘোষণা সম্পর্কে জাতিকে জানানো; পুরো জাতি ভয়ে কাঁপছিলো; কারণ, ট্রাম্প কখন কি করবে, কি বলবে, কেহ জানে না। বেলাষ্টিক মিসাইল ছোঁড়ার পরপরই, ইরান সুইজারল্যান্ড ও আরো ২টি দেশের মাধ্যমে হোয়াইট হাউজের সাথে যোগাযোগ করে, যুদ্ধে না যাবার পক্ষে কথা বলে। যাক, রাত সাড়ে ৯টা'র দিকে ট্রাম্প বললো যে, সে জাতির উদ্দেশ্যে কথা বলবে না; জাতি স্বস্তির নিশ্বাস ফেললো।
ইরাক যুদ্ধে আমেরিকার খরচ হয়েছে ২.৫ ট্রিলিয়ন ডলার, সাড়ে ৪ হাজার প্রাণ, ২০ হাজার আমেরিকান আহত। আমেরিকার অনেক ব্রীজ পুরাতন হয়ে গেছে, অনেক ট্রেন-লাইন নতুন করে করার দরকার, অনেক অনেক গাড়ী রাস্তা থেকে তুলে নেয়ার দরকার; টাকার অভাবে এগুলো হচ্ছে না; এখন মানুষের হাতে সামান্য টাকা জমেছে, যুদ্ধ লাগলে সবটা চলে যাবে।
ইরাক যুদ্ধের ফলে সৃষ্ট রিসেশানে ২৫ মিলিয়ন মানুষের চাকুরী চলে গিয়েছিলো; সেটার ফলে সৃষ্ট সমস্যা আজো রয়ে গেছে, আমেরিকার অনেক শহর ফেলে মানুষ চলে গেছে, মানুষ সেসব শহরে ফেরেনি। এখন আমেরিকায় বেকার নেই বললেই চলে, কিন্তু সেই তুলনায় অর্থনীতি ভালো নয়, মানুষের সন্চয় একেবারেই কম, বেশীর ভাগ মানুষের পেনশন নেই, হেলথ ইন্স্যুরেন্স ভয়ংকর দুর্নীতির মাঝে, ৫০ মিলিয়নের বেশী মানুষের হেলথ ইন্সুরেন্সে নেই।
আমেরিকার সাধারণ মানুষ চায় নিজেদের সমস্যা সমাধান করতে: ওরা চাহেনা আরব, মারব, কোরিয়া, মোরিয়া, জাপান, মাপান নিয়ে অশান্তিতে থাকতে। আমেরিকার নিজস্ব সমস্যা অনেক অনেক; আবার এটি ভোটের বছর; এবং ১ জনও ভালো প্রার্থী নেই।
যাক, ট্রাম্প ও উহার কেবিনেট মগজ হারায়নি, সময়ের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে, যুদ্ধে যায়নি। কিন্তু আমেরিকাকে ইরানের সাথে হয়তো যুদ্ধে যেতে হবে: ইরান যদি এটম বোমা বানানোর শুরু করে, তখন যুদ্ধ হবেই হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৬