ব্লগে পোষ্ট আসছে, যেখানে ব্লগারেরা বলছেন যে, তাঁরা শুনছেন বা দেখছেন যে, সামু ব্লগ বন্ধ করা হয়েছে, বা হচ্ছে! এই ফেব্রুয়ারী মাসে শেখ হাসিনা মোহাম্মদ আলী জিন্নাহে পরিণত হলেন? আমার বিশ্বাস হচ্ছে না যে, উনার সরকারের কাউকে উনি এই কাজ করতে দেবেন। আশাকরি, উনি এই ধরণের ভুল কখনো করবেন না; যারা বাংলা ভাষায় লিখতে, পড়তে পারেন, বাংলায় কথা বলেন তাঁরা এই কাজ করার কথা নয়; ইয়াহিয়া খান, কিংবা টিক্কা খানও এই কাজ করেনি।
বাংগালীকে না পড়ায়ে, অদক্ষ শ্রমিক হিসেবে বিক্রয় করে, বাংলার ২ লাখের মতো আদম বেপারী ও সরকার ৩/৪ ট্রিলিয়ন আয় করেছে, জাতি ৬/৭ ট্রিলিয়ন ডলারের রেমিটেন্স পেয়েছে। কমপক্ষে ৫০ ভাগ লোকজন বিদেশে যাবার চেষ্টা করে প্রতারিত হয়ে ২ ট্রিলিয়ন ডলার হারায়েছে; ২ কোটী মহিলা অনেকটা স্বামীহীন অবস্হায় সংসার করেছে; এদের সামজিক জীবন বলতে কিছু ছিলো না, স্বাস্হ্যকর স্বামীস্ত্রীর রাতির জীবন বলতে কিছু নেই এদের; এদের ছেলেমেয়ে মানুষ হয়নি; সরকার মানুষকে এই বৃত্তে ধরে রাখতে চান?
সরকার পড়ালেখার মান টেনে নীচে নামিয়েছে; সরকার নিজেদের লোকদের হাতে শিক্ষাকে পণ্য বানায়েছে; প্রাইভেট ইউনিভার্সিটি করে বাংলাদেশে ডলারে বিলিওনিয়ার হয়েছে ব্যবসায়ীরা; কোনদিন ক্লাশে না গিয়ে লাখ লাখ লোক সার্টিফিকেট কিনেছে এসব ইউনিভার্সিটি থেকে; এসব ইউনিভার্সিটিটর অনেকেই আজকাল ব্লগে এসে ১ম বার জীবনে কিছু শিখার সুযোগ পাচ্ছেন।
ব্লগে বিবিধ সময়ে সরকারের নিযুক্ত ব্লগারেরা এসে ব্লগিং করেছিলো; এদের দক্ষতা ও পড়ালেখা এত কম ছিলো যে, এরা গড়ে ২টার বেশী কমেন্ট পেতো না; এসব ব্লগারেরা এখন ব্লগে নেই; এসব ব্লগারেরা ব্যক্তিগতভাবেও ব্লগিং'এর উপর ক্ষুব্ধ।
ব্যুরোক্রেটরা, প্রশাসন, সরকার যেভাবে দেশ চালাচ্ছে, ব্লগিং তাদের পক্ষে যাবার কথা নয়; এটা ভয়ংকর একটা সত্য; শেখ হাসিনাকে সেটা মেনে নিয়েই বাংগালী ব্লগারদের পক্ষে থাকতে হবে।
শেখ হাসিনা যদি সামু বন্ধ করে, এটা ২১ ফে্ব্রুয়ারী থেকে বড় ধরণের ঘটনায় পরিণত হবে; শেখ হাসিনার নাম বাংলার মানুষের কাছে ইয়াহিয়ার নামের মতোই সন্মানিত হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯