১৯৭২ সালের মাঝামাঝি সময়ে জাতির বু্দ্ধিমান অংশ বুঝতে পেরেছিলেন যে, দেশ চালানোর জন্য, আমাদের দরকার শেখ সাহেব থেকে দক্ষ কেহ, কমপক্ষে তাজুদ্দিন সাহেব; গত ৪৩ বছরে জাতি শেখ সাহেব থেকে যেসব দক্ষ লোক পেয়েছেন, তারা হচ্ছেন, জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনাকে; পাওয়ার বাকী আছে বেগম রওশন এরশাদ, মির্জা সাহেব, ব্যারিষ্টার জামুল হুদা কিংবা রিজভী সাহেবকে।
শেখ সাহেব যেভাবে দেশ চালাচ্ছিলেন, সেটা তেমন ভালো ছিলো না, জাতির প্রত্যাশার সাথে মিল ছিল না; তবে, শেখ সাহেব সেইভাবে চালালেও, আজকে আমাদের অবস্হা এত খারাপ হতো না; শাহজাহান, মুহিত সাহেব, বেগম এরশাদ কখনো বাংলার বড় বড় চেয়ারে বসতে পারতেন না; এমন কি বেগম জিয়াকে লাল ঘরের ভাত খেতে হতো না।
আমাদের আজকে এই অবস্হানে এনেছেন জেনারেল জিয়া; জেনারেল জিয়া আজও অনেকের কাছে বেশ পপুলার! যাদের কাছে উনি খুবই পপুলার তারা কি বিষয়গুলো মিস করছেন? তারা মনে করেন যে, দেশ খারাপ চালালে দেশের প্রেসিডেন্টকে হত্যা করা সমীচিন, দেশের পার্লামেন্ট বিলুপ্ত করা অপরাধ নয়, দেশে প্রেসিডেন্টের মৃত্যু হলে, সেনা বাহিনী দেশের ক্ষমতা দখল করতে পারে। অথচ, প্রজাতন্ত্রে্ এগুলো সবই অপরাধ; দেখা যাচ্ছে যে, বাংলাদেশের বেশ পরিমাণ নাগরিকদের কাছে প্রজাতন্ত্রের সাধরণ রীতি নীতি পরিস্কার নয়; এদের রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য ভালো হবে না কোনদিন।
যাঁরা জেনারেল জিয়ার ভক্ত, তাঁরা অনেকগুলো ব্যাপার হিসেবে নেননি: তার মাঝে হলো, উনার বিপক্ষে মুক্তিযোদ্ধা সৈনিকদের ১৯টি কাউন্টার ক্যু, ২ জন মুক্তিযোদ্ধা জেনারেলের মৃত্যু, ৪০ জনের কাছাকাছি মুক্তিযোদ্ধা অফিসারের মৃত্যু, ৩০০ শত মুক্তিযোদ্ধার প্রানদন্ড, ১১ শতের বেশী সৈনিকের জেল ও কয়েক হাজার চাকুরী থেকে বরখাস্ত। জেনারেল জিয়ার এসব সাপোর্টারেরা ১৯টি কাউন্টার ক্যু'কে অপরাধ হিসেবে গণ্য করেন; কিন্তু তারা খুঁজে পান না যে, এই কাউন্টার ক্যু'গলো ১৯৭৫ সালের ক্যু'এর বেনেফিসিয়ারীদের ক্ষমতাচ্যুত করে দেশে বেসামরিক সরকার প্রচেষ্টা ছিলো।
জিয়ার এসব সাপোর্টারেরা জামাতের লোকদের কেবিনেটে স্হান পাওয়াকেও স্বাভাবিক ভাবেন! এরা কারা, কি করে এরা ১৯৭১ সালের গণহত্যার সহকারীদের কেবিনেটে দেখেও জেনারেল জিয়ার বেনেফিসিয়ারীদের পক্ষে ছিলেন? মিলিটারী একা নন, এসব নাগরিকদের মিলিটারী শাসনের প্রতি আনুগত্য আমাদেরকে আজকে অবস্হানে এনেছেন। আজকে যারা শেখ হাসিনার লাঠির শাসনে কান্নকাটি করছেন, তারা বুঝতে পারেন না যে, শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন জেনারেল জিয়া কর্তৃক সৃষ্ট শুন্যতাকে পুরণ করতে গিয়ে মাত্র, না'হয় উনি বাংলার বড় চেয়ারের দেখা পেতেন না।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৬