৩ দিন আগে, বেগম জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন মির্জা ফখরুল সাহেব; উনাকে দেখা করতে দেয়া হয়নি, কারণ হিসেবে বলা হয়েছে যে, বেগম জিয়া অসুস্হ! মির্জা সাহেব ও রিজভী সাহেবের কাজ কারবার, উনারা কোন কিছু না জেনে, না ভেবে দাবী করে বসলেন যে, বেগম জিয়াকে বিদেশে পাঠাতে হবে।
আমার ধারণা, আওয়ামী লীগ বেগম জিয়ার জন্য অন্য কিছু না করুক, বিদেশে পাঠানোর জন্য এয়ার এম্বুল্যান্স নিশ্চয় ঢাকা বিমান বন্দরে রেডী করে রাখবে। আগের প্যাটার্ণ কি বলে, তারেক ও কোকো বিদেশে গিয়েছিল অসুস্হতার কথা বলে, তারা ফেরেনি; এবার বেগম জিয়া গেলে, না ফেরার সম্ভাবনা শতকরা ৬৬ ভাগ। মির্জা কি ভেবে, বেগম জিয়ার সাথে আলাপ না করে, উনাকে বিদেশে পাঠানোর জন্য দাবী জানাচ্ছেন? লোকটার মাথায় কোন ধরণের রাজনৈতিক ইনষ্টিংক্ট নেই! বেগম জিয়া চলে গেলে কারো ক্ষতি হবে না, কিন্তু জাতির ইতিহাসে আরেকটি বদনাম যোগ হবে।
আজকে দেখলাম, আওয়ামী লীগের সেক্রটারী ও আরো একজন বলেছেন যে, বেগম জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সব ব্যবস্হা সরকার করবে, অর্থাৎ আওয়ামী লীগ চাচ্ছে যে, বেগম জিয়া বিদেশে চলে যাক; আওয়ামী লীগে দুনিয়ার নিকৃষ্ট বাংগালীরা স্হান করে নিয়েছে। আওয়ামী লীগের আগ্রহ দেখে, আজকে মির্জা বিদেশে না পাঠানোর কথা বলছে!
৭৩ বছর বয়স্ক বেগম জিয়া এলুশানে কিংবা ডেলুশানে ভুগছেন যে, তারেককে তিনি দেশে আনতে পারবেন। ২০১৫ সালে, উনার সর্বশেষ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, উনার একমাত্র পথ ছিলো শেখ হাসিনার সাথে কোনভাবে আপোস করা; এর বাহিরে উনার জন্য কিছু নেই; মির্জা, রিজভী, ড: এমাজুদ্দিন বা আনোয়ার সাহেবেরা আর সাহায্য করতে পারবে না। তারেক যা করতে চেয়েছিল ততটুকু করেছে; আসলে, তারেক বাংলাদেশের প্রাইম মিনিষ্টার থেকেও বেশী কিছু করেছে ২০০১-২০০৬ সালে। বাংলাদেশের ব্যাপারে তারেককের আর চাওয়া-পাওয়া থাকা উচিত নয়। তারক জেনারেল জিয়া নয় যে, মানুষের সহানুভুতি পাবে, কিংবা মিলিটারী তাকে সাহায্য করবে; তারেক জিয়ার চ্যাপ্টার শেষ।
বেগম জিয়াকে নিয়ে টানা হেঁচড়া করলে, উনার জেল ৫ বছর থেকে ১০ বছরে উন্নীত হবে; এটা যদি বেগম জিয়া নিজে না বুঝেন, ফাতেমার সাথে কথা বললে বুঝতে পারবেন; আসলে ফাতেমা কমপক্ষে রিজভী সাহেব, মওদুদ কিংবা মির্জা থেকে ভালো বুঝার সম্ভাবনা আছে!
আমার গতকালের পোষ্টটি ড্রাফ্ট করেছি, ওখানে আমি সন্দেহ প্রকাশ করেছিলাম যে, আওয়ামী লীগ বেগম জিয়াকে বিদেশে পাঠাতে আগ্রহী হবে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:০০