দুর্নীতির মামলায় বেগম জিয়াকে জামিন দেয়া সঠিক হয়নি, ইহা একটি খারাপ উদাহরণ সৃষ্টি করবে। উনি জেলে থাকাকালীন আপিল চালিয়ে যেতে কোন অসুবিধা হওয়ার কথা ছিলো না; এই জামিনের পেছনে, কোন না কোন অশুভ নেগোসিয়েশন হয়েছে বলে মনে হচ্ছে। এই ধরণের হাই প্রোফাইল দুর্নীতি, বা ক্রিমিন্যাল মামলায় আমাদের সমাজে জামিন দেয়া সমাজের জন্য খারাপ উদাহরণের সৃষ্টি করা মাত্র। যারা মনে করেছিল যে, বাংলার আকাশ থেকে অশুভ গ্রহের পতন শুরু হয়েছে, তারা এখন হতাশ হবে।
বাংলাদেশের ৪৭ বছরের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে হাই-প্রোফাইল বিচার যা শেষ করা হয়েছে; এই ধরণের কয়েক'শ হাই প্রোফাইল মামলা করা হয়েছিল গত সামরিক সরকারের সময়; প্রায় সবগুলো মামলার মেরিট ছিলো, বেগম জিয়া ব্যতিত প্রায় সবার মামলাগুলো চুপিসারে হিমাগারে পাঠিয়ে হত্যা করা হয়েছে। বেগম জিয়ার বিচার হওয়ায়, একটা উদাহরণের সৃষ্টি হয়েছিলো; সেই উদাহরণটিকে হাইকোর্ট হত্যা করেছে।
যেহেতু, বেগম জিয়ার শাস্তিকে তার দল মেনে নেয়নি, এবং পুরো বিচারকে খোঁড়া বিচার বলে প্রচার চালায়েছে, জামিন নেয়ার পর, তারা এই প্রচারণা হাজার গুণে বাড়াবে; এতে নীচু আদালতের রায় প্রশ্নবিদ্ধ হবে; এই ধরণের সুযোগ দেয়া হাইকোর্টের পক্ষ থেকে খুবই বড় ধরণের ভুল।
পেপার বুক তৈরির নামে হাইকোর্টের এই ভুল পদক্ষেপ দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে, এবং ফল হবে অশুভ; এবং এতে শুধুমাত্র সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। একই সময়ে, আগামীতে হাই-প্রোফাইল বিচারে নীচু আদালতের রায় নিয়ে মানুষের সংশয় সৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।
বিচারের প্রতি বেগম জিয়ার কোন শ্রদ্ধা ছিলো না; তিনি বারবার বিচারক বদলী, সময়ের দীর্ঘসুত্রতা করেছেন, খোলাখুলিভাবে বলেছেন যে, তিনি কোনভাবেই সুবিচার পাবেন না; এখন তিনি সেই প্রচারণার সুযোগটা ভালোভাবেই পেলেন। এতে সরকার কোনভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই: সরকার হয়তো কোন নেগোসিয়েশনের মাধ্যমে তাকে জামিন দেয়ার বিরোধীতা করেনি, অথবা সরকার মনে করছে যে, এই পদক্ষেপ তাদের পক্ষে গেছে; কিংবা সরকার মনে করছে যে, বেগম জিয়া যদি জামিন না পায়, সামনের দিনগুলোতে সরকারের লোকজনের জন্যও উহা প্রয়োজ্য হবে।
বেগম জিয়ার জামিন অবশ্যই এমন কোন কিছু দেবে না, যাতে জাতি উপকৃত হওয়ার সম্ভাবনা আছে; একই সাথে বেগম জিয়া জাতির জন্য কোন দরকারী ব্যক্তিত্ব নয় যে, উনার অনুপস্হিতির কারণে জাতি কিছু হারাবে!
যেকোন দিক থেকে ভাবলে, দেশের একমাত্র হাইপ্রোফাইল বিচারের পর, এই ধরণের জামিন দেয়ায় সাধারণ মানুষের ক্ষতি ছাড়া ভালো হবে না, মানুষের মাঝে অবিশ্বাস ও অনৈক্য বাড়বে; এবং জাতির নীচু আদালতকে হেয় করা হয়েছে মাত্র।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:৫৮