এদেশের সাধারণ মানুষ অনেক বছর পর, একটা ন্যায় বিচার পেয়েছে; কিন্তু দুর্ভাগ্যবশত: এদের একাংশ এই নিজের পাওয়া ন্যায় বিচারকে বেগম জিয়ার ভাষায় 'অন্যায় রায়' হিসেবে নিচ্ছে; অনেকে ভাবছেন যে, কৌশলগতভাবে বেগম জিয়াই জয়ী হয়েছেন, উনার জনপ্রিয়তা বাড়বে। এই ধরণের ভাবনা, এই ধরণের এনালাইসিস সঠিক নয়; মানুষ ৪৭ বছর ভুল লজিকের রাজনীতি দেখে এসেছে, তাতে তারা অভ্যস্ত হয়ে গেছে, ভালোমন্দ আলাদা করতে সমর্থ হচ্ছেন না।
বেগম জিয়া অবশ্যই জিতেননি: উনার এক ছেলে শাস্তি মাথায় নিয়ে লন্ডনে পালিয়ে আছে, এক ছেলে প্রবাসে মৃত্যুবরণ করেছে, তিনি জেলে; এগুলো জাতির জন্য ট্যাগ নয়, পারিবারিক লোভের ফসল। উনি রাজনীতি করেননি, উনি ছিলেন বাংগালী জাতির বিরুদ্ধে করা যড়যন্ত্রের একটা ঘুটি মাত্র। উনার শান্তি হতো যেভাবে উনি ছিলেন: জেনারেল জিয়ার ২টি পেনশন ( সেনাবাহিনী থেকে প্রেসিডেন্ট হিসেবে), লাইফ ইনস্যুরেন্স, জাতির দেয়া ২টি বাড়ী ( ৪০০ কোটী টাকার সম্পত্তি), ছেলেদের জন্য দেয়া ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট, গাড়ী, চাকরাণী, বিদেশে পড়ার ব্যবস্হা নিয়ে থাকতেন।
বাংলাদেশের সম্পদ লুটেছে প্রায় ২ লাখ বাংগালী, এদের মাঝে মাত্র ২ জনের সামান্য বিচার হয়েছে! একেবারে না হলে কি হতো? বেগম জিয়ার হাতে এরশাদের বিচার হয়েছে; শেখ হাসিনার সময়ে বেগম জিয়ার বিচার হয়েছে, না হয় হতো না। একজনেরও বিচার না হওয়ার চেয়ে ২ জনের বিচার হওয়া ভালো, এটা সাধারণ মানুষের লজিক হওয়ার কথা।
বিএনপি সাধারণভাবে, সময়ের প্রয়োজনে, জনতার উপকারের জন্য জন্মনেয়া দল নয়; দলটির জন্ম হয়েছিল মিলিটারীর দখল করা রাস্ট্রীয় ক্ষমতাকে রাজনীতিতে কনভার্ট করার জন্য বে-আইনীভাবে গঠিত একটি দল; আসলে, এটা একজনের দল ছিলো; তিনি মিলিটারী, ডিজিএফআই, ব্যুরোক্রেট, প্রশাসন ও বাংলাদেশ-বিরোধী নেতাদের নিয়ে দল শুরু করেছিলেন; দলটি কখনো সাধরণ মানুষের 'অধিকারের রাজনীতি' মুখেও আনেনি কখনো।
রাষ্ট্রের সাথে সাধারণ মানুষের যে সম্পর্ক, সেটার কারণে বেগম জিয়ার জিয়ার দুর্নীতির চাওয়া সাধরণ মানুষের আওতার বাইরে ছিলো; যাক, সেটা সরকার থেকে এসেছে, এতে আওয়ামী লীগ আপাতত দৃষ্টিতে লাভবান হচ্ছে মনে হয়; আসলে, তা নয়, আওয়ামী লীগ এই পথ দিয়ে নিজেই বিচারের সন্মুখীন হওয়ার সম্ভাবনা বেড়েছে।
সাধরণ মানুষ কমপক্ষে একটাসঠিক বিচার পেয়েছেন বলে আমার ধারণা।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯