**** আগামীকাল ও সামনের কয়েকদিন নিজকে ও পরিবারকে নিরাপদে রাখার চেষ্টা করবেন ****
বেগম জিয়া তাঁর ভাষণে জাতিকে বলেননি যে, তিনি জিয়া এতিমখানা গড়ে দেবেন; বিচার হচ্ছে এতিমখানা নিয়ে, এবং ২২ বছর পরও জিয়া এতিমখানা নেই; তা'হলে, জাতির সামনে, মুল বিষয়ের উপর, উনার বক্তব্য কি?
গতকাল, বেগম জিয়া জাতির উদ্দেশ্যে অনেক ক্থা বলেছেন, যেমন, তিনি ন্যায় বিচার পাবেন না, বেআইনী সরকার উনার বিচার করছে, সরকার আগের থেকেই উনার জেলের কথা প্রচার করছে, উনাকে নির্বাচন থেকে দুরে রাখার জন্য এই অপ্রয়োজনীয় বিচার; সবই ঠিক আছে, জাতি জানলো; কিন্তু যেটা নিয়ে বিচার হচ্ছে, সেই এতিমখানা নিয়ে জাতিকে উনি কি জানালেন? এতিমখানা কি আছে, না থাকলে উনি এতিমখানা গড়ে দিবেন কিনা?
একটা চিচকে চোর চুরি করার কয়েকদিন পর ধরা পড়লে, প্রথম কথা সে কি বলে? প্রথমে সে মিথ্যা বলে যে, সে চুরি করেনি; যখন মিথ্যায় কাজ হয় না, সে প্রথমেই চুরির মালামাল ফেরত দিয়ে, কোনভাবে শাস্তি থেকে বাঁচার চেষ্টা করে, কম সাজায় সেরে যেতে চায়। বেগম জিয়ার তো দেখছি, সেটুকু বুদ্ধিও নেই; ইনি ৩৪ বছর বিএনপি চালায়েছেন, ৩ বার প্রাইম মিনিষ্টার হয়েছে, ২ বার বিরোধী নেত্রী, আগামীতে ভোট করতে চান! ইন্টারেষ্টিং চরিত্র! মুল বিষয়ে জাতিকে কিছু বললেন না।
কোর্টে বিচার হয়ে গেছে, যা হবার হবে, তিনি জাতির সামনে এসেছেন, যেই জাতি বারবার উনাকে ৩ সীটে ভোট দিয়েছেন; ওদেরকে তো আসল বিষয়ে বলতে হবে, যেটা নিয়ে বিচার হচ্ছে, জিয়া এতিমখানা; কিভাবে তিনি নিজকে নির্দোষ ভাবছেন, সেটা তো জাতিকে জানাতে হবে; এতিমখানা থাকার পরও কি উনার বিচার হচ্ছে?
তিনি যদি জাতির সামনে নিজকে নির্দোষ দাবী করেন, তা'হলে "জিয়া এতিমখানা" আছে, কিংবা কাজ চলছে বলতে হবে; কাজ চলছে বললে, ২২ বছর পেছনে কেন, সেটার ব্যাখ্যা দিতে হবে। আর না থাকলে, বা কাজ না চললে, জাতির কাছে বলতে হবে যে, তিনি জিয়া এতিমখানা গড়ে দেবেন!
জিয়া এতিমখানা গড়ে দেবেন, সে কথা তো তিনি জাতির সামনে বলেননি; তা'হলে কার মাথামুন্ডু নিয়ে উনি জাতির সামনে কথা বললেন?
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১