আমরা তো অভিনন্দন, অভিনন্দন, শুভ কামনা, শুভ কামনা বলে যাচ্ছি, আপনাদের বই'এর অবস্হা কি, একটু জানান টানান; খবর যদি ভালো হয়, আমরা আছি; আর খবর যদি খুব বেশী ভালো না হয়, তবুও আমরা আছি!
শোনা কথা, বই মেলায় লোকজন এসে নাকি খেয়েদেয়ে, সেলফি তুলছে; বাড়ী যাবার আগে নাকি টুকিটাকি বাজার করে ফিরছে; বই মনে হয় পরে কিনবে? পেটের শান্তি, মহা শান্তি,; বার্থরুম ইত্যাদি নিশ্চয় আছে মেলায়; ওমর খৈয়াম বই পড়ার সময় এক টুকরা রুটির কথা ভুলে যাননি; উনি অবশ্য গলা ভেজানোর কথাও বলেছেন; আমাদের বই মেলায় গলা টলা ভেজানোর ব্যবস্হা আছে নাকি, কোকা কোলার ক্যানের ভেতর আগুন-পানি?
এবার দুরে আছি, মেলায় যাওয়া হচ্ছে না; না হলে, খবর নিজেও নিতে পারতাম। ব্লগার রেজা ঘটক ও নেয়ামুল নাহিদ কিছুটা ধারণা দিয়েছেন অবশ্য। রেজা ঘটক নিজেই লেখক, উনার বই বেরিয়েছে; প্রতিবছর বই মেলার সময় আমি উনার পোস্ট পড়ি; মেলা নিয়ে উনাকে সুখী মনে হয়নি; উনার বই'এর পাঠক বোধ হয় উনার বন্ধুরা ও বন্ধুদের বন্ধুরা, যারা উনার পয়সায় চা-পানি খেয়ে সৌজন্য কপি নিয়ে যায়; কিন্তু সমস্যা হলো, উনি চিন্তিত যে, সৌজন্য কপিটা নেয়ার পর, উনারা আদৌ পড়ে দেখে কিনা!
নেয়ামুল নাহিদও কবিতার বই বের করেছেন, মনে হয়; উনি এক পোস্টে লিখেছেন, "কবিটার বই চলে না"; শুনে আমি থ'বনে গেলাম; আমার ধারণা বাংগালীরা কবিতা, ছড়া ও রূপকথা পছন্দ করেন; কবিতার যদি এই অবস্হা হয়, বাকীগুলোর কি অবস্হা?
বইমেলার মতো এড় বড় মিলনমেলা বাংলাদেশে হয় না; নতুন লেখকদের জন্য এটি বিরাট সুযোগ বলে মনে হয়; তাই, নতুন লেখকেরা মুখ খুলুন, আমরা শুনি!
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:২৯