পশ্চিমে কোটী কোটী বেশ বয়স্ক মেয়ে 'ম্যারেজ ডে' পালন করার সুযোগ পাচ্ছে না; তাদের বয়ফ্রেন্ড আছে, বিবাহিতের মতো থাকে, বয়-ফ্রেন্ডের সাথে ছেলেমেয়ে আছে, পরিবার আছে, সবই আছে, কিন্ত 'ম্যারেজ ডে' নেই; তাই 'ভ্যালেন্টাইন ডে'র ঘোল খেয়ে দই'এর স্বাদ মিটাচ্ছে! আমাদের পয়সা-ওয়ালাদের ম্যারেজ ডে আছে, এই ডে আছে, ঐ ডে আছে, অভাব ছিলো শুধু 'ভ্যালেন্টাইন ডে'র; এখন সেটাও এসেছে।
ব্লগে 'ভ্যালেন্টাইন ডে'র উপরে অনেক আলাপ হচ্ছে, এক ব্লগার ইনিয়ে বিনিয়ে বলেছে, 'ভ্যালেন্টাইন ডে পালন না করলে ভালো হবে; নিতান্ত করলে যেন জিং জিং না খেলে! উনি বলেছেন, রেস্টুরেন্টে গেলে কোন 'কেবিনে' না বসতে; পার্কে গেলে নির্জন জায়গায় না যেতে, কারো বাসায় না যেতে; মুল কথা হলো জিং জিং না খেলতে।
আবার অনেকে লিখছেন, ঐদিন নাকি বাংগালীরা রক্ত দিয়েছে শিক্ষানীতির জন্য, কয়েক জনের নামও দিয়েছেন; বাংগালীরা খালি রক্ত দেয়; উনাদের যুক্তি, মানুষ রক্ত দিয়েছে আপনারা ভালোবাসা ভালোবাসা করবেন, প্রপোজ করবেন, জিং জিং খেলবেন, এটা কিভাবে মেনে নেয়া যাবে?
বাংলাদেশের ছেলেমেদের স্বাভাবিক জীবন অনেকভাবে ব্যাহত হচ্ছে, শহরে খেলাধুলা নেই, গ্রামে মেয়েরা বের হলে বোরখা মোরখা পরে বের হয়, অস্বাভাবিক সামজিক পরিবেশ; মাদক পাদকের কারণে, এমনিতে যে পারছে সে জিং জিং খেলে দিচ্ছে, বলছে দর্শন, নাকি ধর্ষণ। আবার লাখ লাখ পুরুষ বিদেশে কাজ কাম করছে; ফলে, দেশে মেয়েদের সংখ্যা বেশী মনে হচ্ছে; মেয়েরা একাকী !
আমার মনে হয়, বাংলাদেশের হুজুর মুজুর থেকে শুরু করে বস মস, প্রাইমারীর অনেক বাচ্ছাও অন-লাইনে পর্ণ দেখছে; তদুপরি ভারতীয় ছবিগুলো মোটামুটি কামসুত্রের কাছাকাছি; এতসবের ভেতরে, 'ভ্যালেন্টাইন ডে কি অনেকের জন্য জিং জিং এর শুভ সুচনার দিন হিসেবে গণ্য হচ্ছে? নাকি অকারণ মিথ্যা সন্দেহের উপর তরুণ তরুণীদের দোষরোপ করছে?
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৫৫