৭ মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের সাময়িক ব্যানের উপর প্রেসিডেন্ট ট্রাম্প আজ ব্যাখ্যা দিয়েছেন; উনি বলেন, এটা কোন অবস্হায় মুসলিম ব্যান নয়; মুসলমানেরা ৪৬ দেশে বাস করে, মাত্র ৭ জাতিকে ব্যান করা হয়েছে; যেসব দেশের সরকারেরা সরাসরি বা পরোক্ষভাবে জংগী তৎপরতায়যুক্ত বা জংগীদের ব্যবহার করছে, বা সাপোর্ট করে, সেসব জাতিকে ব্যান করতে হয়েছে; এতে অনেক নিরীহ মানুষের ভোগান্তি হবে; কিন্তু তাদিগকে বুঝতে হবে যে, আমেরিকা জেনে শুনে রিস্ক নিতে পারে না।
তিনি সিরিয়ার কথা বলতে গিয়ে বলেন যে, বাশার নিজের মিলিটারীকে দিয়ে কি পরিমাণ মানুষ হত্যা করেছে, সেটা মুসলমানেরা হিসেব করুক; তা'ছাড়া সে সরকারের বাহিরে, শিয়া মিলিশিয়া বাহিনীকে মানুষ মেরে যায়গা দখলে ব্যবহার করছে; এখন সিরিয়ায় কে কি করছে আমেরিকানরা বের করতে পারবে না।
ইয়েমেন সম্পর্কে বলেছেন যে, ওখানে শিয়া ও সুন্নীর যুদ্ধ চলছে, সরকার সেই যুদ্ধ সরাসরি যুক্ত; এবং সরকার ইরানের অস্ত্র ব্যবহার করছে নিজ মানুষের উপর; ওখান থেকে কাউকে আসতে দিলে, উহা সরকারের লোক হবে, সাধারণ মানুষের বের হওয়ার কোন পথই সরকার রাখেনি।
ইরান সম্পর্কে বলেন, পুরো মিডল-ইস্টে প্রতিটি সন্ত্রাসীর কাছে ইরানী অস্ত্র আছে; ইরানের মানুষকে সরকার নিজেই অন্য জাতি সমুহের বিপক্ষে ক্ষেপিয়ে তুলছে। ইরানের সরকার নিজের মানুষের জন্য যত পরিমাণ বাজেট করে, তার থেকে বেশী বাজেট করছে হেজবুল্লা, হামাস, পিএলও'র জন্য; এবং এতে বেশীর ভাগ মানুষের সাপোর্ট আছে; এদের আসতে দিলে আমেরিকান সাধারণ মানুষের জীবন বিপন্ন করা হবে; এদের মাঝে মিলিয়ন মিলিয়ন ভালো মানুষ আছে, কিন্তু তারা তাদের সরকারের জন্য ভোগান্তিতে পড়ছে; পশ্চিমের মানুষ এসব কস্ট বুঝে, কিন্তু আজ তারা ভয়ংকর আতংকে আছে।
আমেরিকান প্রতিবাদ সম্পর্কে তিনি বলেন, আমেরিকা সাধারণ মানুষ সবার প্রতি দরদ দেখায়, সন্দেহ নেই; কিন্তু তারা পরিস্হিতিকে অগ্রাহ্য করছেন; আগামীকাল আমেরিকার ভেতরে কিছু ঘটলে দোষ হবে সরকারের।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২২