৭ মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করার জন্য ট্রাম্পের অর্ডার দেয়ার পর, গতকাল ২ ইরাকী নাগরিক কেনেডী এয়ারপোর্টে আসার পর, তাদেরকে নিউইয়র্কে প্রবেশ করতে না দিয়ে এয়ারপোর্টে আটকিয়ে দেয়। তাদের পক্ষ থেকে আইনজীবিরা স্হানীয় কোর্টে মামলা দায়ের করে সাময়িক অবস্হানের অনুমতি পেয়ে যায়। আজকে শনিবার সন্ধ্যায় তাদেরকে দেশের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়।
আবার, এদিকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন আলাদাভাবে এই ২ জন, অন্যান্য এয়ারপোর্টে আটকে-পড়া মুসলমান ও সামনের দিন গুলোতে সম্ভাব্য আগত মুসলমানদের দেশের অভ্যন্তরে প্রবেশ ও অবস্হানের অনুমতি চেয়ে ব্রুকলীন ফেডারেল কোর্টে শুনানীর জন্য আবেদন করে; রাত ৯ টার পর, শুনানী শেষে বিচারক প্রেসিডেন্টের অর্ডারকে "ওভার-রাইড" করে রায় দেয়; রায়ে বলা হয় হয় যে, প্রেসিডেন্টের অর্ডার প্রয়োগ করে কাউকে আমেরিকায় প্রবেশ করতে বাধা দেয়া যাবে না।
রাত ১০টার পরও ব্রুকলীন কোর্ট প্রাংগনে সিভিল লিবার্টিজ ইউনিয়ন তাদের বিজয়ের পক্ষে মিছিল করে; তদের হাতের প্লাকার্ড লেখা ছিল, "মুসলমানদের ব্যান করা বে-আইনী", "প্রেসিডেন্টের অর্ডার আমেরিকান সংবিধান বিরোধী"; শতশত মানুষ একত্রিত হয়ে ট্রাম্প বিরোধী শ্লোগান দেয়।
মিছিলে উপস্হিতদের মাঝে সামান্য কয়েকজন সাদা আমেরিকান ব্যতিত সবাই স্হানীয় ইহুদী। শুনানীর জন্য আবেদনও করেছেন ইউনিয়নের পক্ষর থাকে ইহুদী আইনবিদ। সরকারের পক্ষ থেকে এটর্নি জেনারেলের অফিস এই রায়ের বিপক্ষে রিমেডি না চাওয়া অবধি, এই রায় বহাল থাকবে।
সিভিল লিবার্টিজ ইউনিয়ন লোকেরা ও স্পেনিশ কয়েকটি গ্রুপ মুসলিম মিছিলকারীদের সাথে কেনেডি এয়ারপোর্টে এখনও বিক্ষোভ প্রদর্শন করছে।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৯