গতকাল ট্রাম্প শপথ নিয়েছন, হাজার হাজার মানুষ দেখতে এসেছিলেন, প্যারেড হয়েছে, লান্চ, ডিনার ও ব্যালে হয়েছে; আজ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ২য় দিন; ত্রাম্প এখন "ইন্টারফেইথ" চার্চে বসে খৃস্টান, মুসলিম, ইহুদী, হিন্দু, বৌদ্ধ ধর্মের লোকদের সাথে প্রার্থনা করছেন, শুনছেন।
এদিকে হোয়াইট হাউসের আশপাশ ঘিরে ফেলেছে লাখ লাখ মহিলা প্রতিবাদীরা; এদের সংখ্যা গতকালের দর্শক থেকে অনেক অনেক বেশী ; এরা রাস্তাঘাট ব্লক করে ফেলেছে, ট্রাম্প কোন পথ দিয়ে হোয়াইট হাউসে ফিরবে কে জানে! ওয়াশিংন ছাড়া আমেরিকার ৫০ শহরে ও ইউরোপে একই সাথে প্রতিবাদ চলছে।
এই মহুর্তে প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন; ইনি হিলারীর ভাইস প্রেসিডেন্ট মনোয়ন পাবার সম্ভাবনা ছিলো। ইনি আগামী ৪ বছর ট্রাম্পের রাজনীতির বিরোধীতা করার সংকল্প ঘোষণা করলেন এইমাত্র।
প্রথম প্রতিবাদেই ডেমোক্রেটিক দল লীড দিচ্ছে; প্রেসিডেন্ট শপথ নেয়ার পরেরদিন এত বড় প্রতিবাদের আয়োজন ভালো মনে হচ্ছে না; ভোটের পর, দেশে ঐক্য ফেরত আনার ঘোষণা করেছে ট্রাম্প; বিজয়ীকে তা করতে হয়, পরাজিতরা তা করে না; কিন্তু ট্রাম্প সেই সময় এখনো পায়নি; গতকাল রাত ১২টা অবধি চলে গেছে শপথ সম্পর্কিত অনুস্ঠানে। সকালে বেচারা গেছে দোয়া দিয়া করতে, ইতিমধ্যে ওয়াশিং মোটামুটি মিছিলে ঢেকে গেছে।
শিকাগো পুরো শহর মনে হয় রাস্তায় নেমে এসেছে; আমেরিকার ইতিহাসে কোন শহরে এত মানুষ একই সময়ে রাস্তায় আসেনি বলছে সিএনএন; শিকাগো আবার প্রেসিডেন্ট ওবামার শহর।
গতকাল ট্রাম্পের অনুসঠানে ছিল শুধু সাদা আমেরিকানরা; আফ্রিকান আমেরিকানরা একজনও আমার চোখে পড়েনি; আজ আফ্রিকান আমেরিকান, সাদা ও স্পেনিশরা রাস্তায়।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪